The way of liberation of the human race


1. The Prophet Muhammad (Sm) said: "On the Day of Resurrection, I will make a special recommendation for the person who will deliver my forty hadiths to my ummah."

 
2. "The most intelligent of the people are those who meditate on death and prepare for it." Prophet Muhammad (Sm)


3. "Everything has zakat, and the zakat on the body is fasting." Hazrat Muhammad (Sm)


4. "Death is better than life for him who does not spend his time for Allah." Hazrat Muhammad (Sm)


5. "Sit up with those who always apologize, because their hearts are the most tender." Hazrat Muhammad (Sm)


6. "The more you prostrate, the more Allah will forgive your sins." Hazrat Muhammad (Sm)


7. "Surah Fatiha is a medicine for about 1000 diseases" Hazrat Muhammad (Sm)


8. "It will be more difficult to have faith in the last days than it would be to put burning coal in the palm of one's hand." Hazrat Muhammad (Sm)


9. "Paradise is decorated every day for the fasting people." Hazrat Muhammad ((Sm)


10. The Prophet Muhammad (Sm) said:
"On the Day of Resurrection, my Ummah will outnumber all the Prophets, and I will be the first to open the gates of Paradise." (Sahih Muslim: 196)


11. "Whoever dies while fasting, Allah will reward him with all the fasts till the Day of Resurrection." Hazrat Muhammad (Sm)


12. "Whoever performed the Fajr prayer, he went into the care of Allah." Hazrat Muhammad (Sm)


13 The Prophet Muhammad (Sm) said: "Fasting and the Qur'an will recommend to people on the Day of Resurrection." (Musnada Ahmad: Hadish 6626)


14. The Prophet Muhammad (Sm) said: "The greatest good news for the fasting people is that Allah will first meet the fasting people on the Day of Judgment."


15. "When Ramadan comes, the gates of Paradise are opened." Hazrat Muhammad (Sm)


16. The Prophet Muhammad (Sm) said: "When a servant raises both hands towards Allah, He does not return it in vain or in vain." (Tirmizi-5/502)


17. Hazrat Muhammad (Sm) said: "If you donate even half of a date, protect yourself from the punishment of Hell." (Bukhari: 6023)

18. "If you want to be good, stop lying first." Hazrat Muhammad (Sm)


19. "When you cross the road, recite in the name of Allah, for on the Day of Resurrection that road will bear witness in your name." Hazrat Muhammad (Sm)


20. "You should always perform ablution because on the Day of Resurrection, the hands and feet of those who perform ablution will be bright." Hazrat Muhammad (Sm)


21. "God's mercy is greater for those who suffer more." Hazrat Muhammad (Sm)


22. "Whenever you stand in prayer, remember the last prayer of life." Hazrat Muhammad (Sm)


23. "A woman who recites the Qur'an during her pregnancy will have that child in her womb as a virtuous servant." Hazrat Muhammad (Sm)


24. Hazrat Muhammad (Sm) said: Hazrat Muhammad (Sm) said: "The dignity that man attains by remaining silent is better than sixty years of supererogatory worship"

25. The Prophet Muhammad (Sm) said: "The closest time to Paradise Is to perform the prayer on time. "(Sahih Muslim-260)


26. "He who deceives does not belong to my Ummah." Hazrat Muhammad (Sm)


27. "You know you're right, but don't argue." Hazrat Muhammad (Sm)


28. Hazrat Muhammad (Sm) said: "You shall not wish for death after the calamity. Rather, say, 'O Allah, keep me alive as long as it is good for me to live, and put me to death when death is good for me.'"


29. "Surah Yasin is called the heart of the Qur'an." Hazrat Muhammad (Sm)


30. "A mother's breath of pain is more terrible than seven hells. And a happy smile is equal to eight heavens." Hazrat Muhammad (Sm)


31. "A person who insults another's parents is insulting his own parents." Hazrat Muhammad (Sm)


32. The Prophet (Sm) said: "If you only knew what I know, you would surely laugh less and cry more."


33. "If people could see and hear the cries of the dead, people would cry for themselves instead of crying for the dead." Hazrat Muhammad (Sm)


34. The Prophet (Sm) said: "Recite Surah al-Faatihah slowly, for Allaah Himself answers it." (Muslim-910)


35. The Prophet (Sm) said: "The thing that will weigh heavily on the believers on the Day of Resurrection is the beautiful character." (Abu Dawood: 4101)


36. "The first pressure inside the grave will put an end to all the suffering in the world." Hazrat Mohammad (Sm)


37. Hazrat Muhammad (Sm) said: "A person who has a mustard seed in his heart will not be able to enter Paradise." Sahih Muslim, Hadith: 91.


38. "On the Day of Resurrection, it will be recommended for the person who performed the Fajr prayers despite the cold weather." Hazrat Muhammad (Sm)


39. "Surely Allah, the Exalted, is humble. He loves humility. He does not bestow on the meek what He bestows on the meek." Hazrat Muhammad (Sm) (Abu Dawood-4807, Sahih).


40. "Graves make people cry 70 times a day." Hazrat Muhammad (Sm)


Note: Islam is the only religion of peace in the world. Islam has given equal rights to boys and girls. The biography of Hazrat Mohammad (Sm) is a hadith for Islam. Our Prophet has told us how to proceed in this corona situation. We should follow the hadiths and make life beautiful.



#muslim #hadish #beautiful #fakhrulalam #lifeissimplebd #coronavirus #HazratMuhammad(Sm) #SurahFatiha #bd #AbuDawood #biography #way #SahihMuslim #maszid #life #ProphetMuhammad #completelife #humanrace #liberation



মানব জাতির মুক্তির পথ


১. রাসূলুল্লাহ (সাঃ) বলেনঃ "যে ব্যাক্তি আমার চল্লিশটি হাদীস আমার উম্মতের কাছে পৌছাবে, তার জন্য আমি কিয়ামতের দিন বিশেষ ভাবে সুপারিশ করব।"


২. "মানুষের মধ্যে যারা মৃত্যুকে বেশি স্বরন করে এবং উহার জন্য প্রস্তুতি নেয় তারাই সবচেয়ে বুদ্ধিমান। " হযরত মুহাম্মদ (সাঃ)


৩. "প্রত্যেক জিনিসের যাকাত আছে, আর দেহের যাকাত হচ্ছে রোজা।" হযরত মুহাম্মদ (সাঃ)


৪. "যে তার সময় আল্লাহর জন্য ব্যয় করে না, তার জন্য জীবন অপেক্ষা মৃত্যু শ্রেয়।" হযরত মুহাম্মদ (সাঃ)


৫. "যারা সবসময় ইস্তিগফার (ক্ষমা প্রার্থনা) করে তাদের সাথে উঠা বসা করুন, কেননা তাদের হৃদয় সবচেয়ে কোমল হয়।" হযরত মুহাম্মদ (সাঃ)


৬. "তুমি যত সিজদা দিবে, আল্লাহ তত গুনাহ মাফ করে দিবেন।" হযরত মুহাম্মদ (সাঃ)।


৭. "সুরা ফাতিহা প্রায় ১০০০ রোগের ঔষধ" হযরত মুহাম্মদ (সাঃ)।


৮. "হাতের তালুতে জ্বলন্ত আগুনের কয়লা রাখলে যেমন কষ্ট হবে, তার চেয়ে বেশি কষ্ট হবে শেষ জামানায় ইমান রাখতে।" হযরত মুহাম্মদ (সাঃ)।


৯. "রোজাদারদের জন্য প্রতিদিন জান্নাত সুসজ্জিত করা হয়।" হযরত মুহাম্মদ (সাঃ)


১০. রাসুল (সাঃ) বলেছেনঃ "কিয়ামতের দিন সব নবীর চেয়ে আমার উম্মতের সংখ্যা বেশি হবে, এবং আমিই সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবো।" (সহীহ মুসলিমঃ ১৯৬)


১১. "যে ব্যাক্তি রোজা রাখা অবস্থায় মারা যাবে আল্লাহ তাকে, কেয়ামত পর্যন্ত সকল রোজার সাওয়াব দান করবেন।" হযরত মুহাম্মদ (সাঃ)


১২. "যে ব্যাক্তি ফযরের নামাজ আদায় করল, সে আল্লাহর হিফাজাতে চলে গেলো। " হযরত মুহাম্মদ (সাঃ)


১৩. রাসুলুল্লাহ (সাঃ) বলেছেনঃ "রোজা ও কোরআন কিয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবে।" (মুসনাদে আহমাদঃ হাদিস ৬৬২৬)


১৪. নবীজি বলেছেনঃ "রোজাদারদের জন্য সবচেয়ে বড় খুশির সংবাদ হলো, হাশরের মাঠে আল্লাহ সবার আগে রোজাদারদের সাথে সাক্ষাত করবেন।"


১৫. "যখন রমজান আসে, তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়।" হযরত মুহাম্মদ (সাঃ)


১৬. রাসূল (সাঃ) বলেনঃ "যখন কোনো বান্দা আল্লাহর দিকে দুটি হাত উঠায়, তখন তিনি তা ব্যার্থ বা শূন্য ভাবে ফিরিয়ে দেন না।" (তিরমীজি-৫/৫০২)


১৭. হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেনঃ "একটি খেজুরের অর্ধেক হলেও দান করে, জাহান্নামের শাস্তি হতে নিজেকে হেফাজত করো।" (বুখারীঃ৬০২৩)


১৮. "যদি ভালো হতে চাও তবে সর্ব প্রথম মিথ্যা বলা ছেড়ে দাও।" হযরত মুহাম্মদ (সাঃ)


১৯. "তুমি যখন রাস্তা দিয়ে যাও তখন আল্লাহর নামে জিকির কর, কারণ হাশরেরদিন ঐ রাস্তা তোমার নামে সাক্ষি দিবে।" হযরত মুহাম্মদ (সাঃ)


২০. "তোমরা সবসময় ওযু করো কারণ কিয়ামতের দিন, যারা ওযু কারী তাদের হাত-পা উজ্জ্বল থাকবে।" হযরত মুহাম্মদ (সাঃ)


২১. "যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর রহমতও বেশি।" হযরত মুহাম্মদ (সাঃ)

২২. "যখনি নামাজে দাঁড়াবেন, জীবনের শেষ নামাজ মনে করবেন।" হযরত মুহাম্মদ (সাঃ)


২৩. "যে মহিলা গর্ভাবস্থায় এক খতম কোরআন পাঠ করবে তার গর্ভের ঐ সন্তান এক জন নেককার বান্দা হিসেবে দুনিয়াতে আগমন করবে।" হযরত মুহাম্মদ (সাঃ)


২৪. "চুপ থাকার কারণে মানুষের যেই মর্যাদা হাসিল হয়, তা ষাট বছর নফল ইবাদত হতে উত্তম" হযরত মুহাম্মদ (সাঃ)


২৫. রাসূল (সাঃ) বলেছেনঃ "জান্নাতের সবচেয়ে নিকটবর্তী আমল
হলো সময়মতো সালাত আদায় করা।" (সহীহ মুসলিম -২৬০)


২৬. "যে ধোকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।" হযরত মুহাম্মদ (সাঃ)


২৭. "তুমি জানো তুমি সঠিক, তবুও তর্ক করো না।" হযরত মুহাম্মদ (সাঃ)


২৮. হযরত মুহাম্মদ (সাঃ) বলেনঃ "তোমরা বিপদে পরে মৃত্যু কামনা করবে না। বরং বলবে, হে আল্লাহ, যে পর্যন্ত জীবিত থাকা আমার জন্য কল্যাণকর, আমাকে ততক্ষণ জীবিত রাখুন এবং যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর তখন আমাকে মৃত্যু দিন"


২৯. "সূরা ইয়াসিন কে কোরআনের হৃদয় বলা হয়।" হযরত মুহাম্মদ (সাঃ)


৩০. "মায়ের একটি কষ্টের নিঃশ্বাস, সাতটি দোযখের চেয়েও ভয়ংকর। আর একটি সুখের হাসি আটটি বেহেস্তের সমান।" হযরত মুহাম্মদ (সাঃ)


৩১. "যে ব্যক্তি অন্যের‍‍ বাবা মা কে গালি দিলো সে যেনো নিজের বাবা মাকেই গালি দিলো।" হযরত মুহাম্মদ (সাঃ)


৩২. রাসূল (সাঃ) বলেছেনঃ "আমি যা জানি তোমরা যদি তা জানতে পারতে, তবে নিশ্চয়ই খুব কম হাসতে এবং খুব বেশি কাঁদতে।"


৩৩. "মানুষ যদি মৃত ব্যাক্তির আর্তনাদ দেখতে এবং শুনতে পেতো তাহলে মানুষ মৃত ব্যাক্তির জন্য কান্না না করে নিজের জন্য কাঁদত।" হযরত মুহাম্মদ (সাঃ)


৩৪. মহানবী (সাঃ) বলেছেন: "সূরা ফাতিহা তোমরা ধীরে ধীরে পাঠ করো, কারণ মহান আল্লাহ নিজে তার জবাব দেন।" (মুসলিম-৯১০)


৩৫. রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ "কিয়ামতের দিন যে জিনিসটি মুমিনদের পাল্লায় ভারী হবে সেটি হচ্ছে সুন্দর চরিত্র।" (আবু দাউদঃ-৪১০১)


৩৬. "কবরের ভিতরের প্রথম চাপ পৃথিবীর সকল কষ্টকে হার মানিয়ে দিবে।" হযরত মোহাম্মদ (সঃ)


৩৭. হযরত মুহাম্মদ (সাঃ) বলেনঃ "যে ব্যাক্তির অন্তরে এক সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবেন না।" সহীহ মুসলিম, হাদিসঃ৯১।


৩৮. "কিয়ামতের দিন ঐ ব্যাক্তির জন্য সুপারিশ করা হবে যে প্রচুর শীত উপেক্ষা করেও ফজরের নামাজ আদায় করলো।" হযরত মুহাম্মদ (সাঃ)


৩৯. "নিশ্চয় মহান আল্লাহ নম্র, তিনি নম্রতা পছন্দ করেন। তিনি নম্র স্বভাবের লোককে যা দান করেন তা কঠিন স্বভাবের লোককে দান করেন না।" হযরর মুহাম্মদ (সাঃ) (আবু দাউদ-৪৮০৭, সহীহ)।


৪০. "কবর মানুষকে দিনে ৭০ বার করে স্বরন করে।" হযরর মুহাম্মদ (সাঃ)


নোটঃ পৃথিবীর একমাত্র শান্তির ধর্ম হলো ইসলাম। ইসলাম ধর্মই ছেলে ও মেয়েকে সমান অধিকার দিয়েছে। হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবনী হলো ইসলাম ধর্মের জন্য হাদিস। এই করোনা পরিস্থিতিতে কিভাবে চলতে হবে আমাদের নবীজি বলে গেছেন। আমাদের উচিত হাদিসগুলো মেনে চলা এবং জীবনকে সুন্দর করা।

Post a Comment

If you have any information to know ? Please comment.

Previous Post Next Post