It is Very Difficult to be Trustworthy



When Saddam Hussein's body was laid to rest after his execution, a group of people came and spat on his body, all of them Iraqi nationals, but each of the 12 American soldiers guarding him cried. Former CIA official John Nixon said the 2003 invasion of Iraq was wrong. Outgoing US President-elect and President-elect Donald Trump has agreed that Iraq should not be invaded.


Saddam was captured by US forces in 2003. He was hanged on December 30, 2006. Nixon interrogated Saddam at the time. Nixon said that when he was questioning Saddam Hussein, Saddam told him, "You will be defeated." You will understand that governing Iraq is not so easy.


"I asked her why she thought so," Nixon said. He replied, "You will be defeated in Iraq because you know nothing about the language, the traditions and the attitude of the Arabs."


According to Nixon, we now have a clear idea of ​​what Saddam was saying. He was the rightful ruler of Iraq. But his morale was intact until he was hanged. There was no remorse.


The consequences for Indira Gandhi were even more tragic. He was killed by his own bodyguard, not by enemy bullets. Because in June 1984, on the orders of Indira Gandhi, the Indian Army raided the Golden Temple, the holy shrine of the Sikhs. His compensation was paid by Indira Gandhi on 31 October of the same year His own bodyguards put out the light of his life


On May 21, 1991, Rajiv Gandhi was assassinated by an assassin while campaigning for a Congress candidate at the Sriperumbudur Lok Sabha Center in Sriperumbudur, 30 miles from Madras, Tamil Nadu. The assassination was carried out by the Liberation Tigers of Tamil Eelam (LTTE) suicide bomber Thenmajhi Rajaratnam, also known as Gayatri and Dhanu.


At a public meeting at ten minutes past ten, Dhanu approached him and congratulated the Prime Minister. She then bends down and detonates a 600-gram bomb (RDX) with a como-brace tied inside her dress to deceive her. Many people lost their lives in that explosion. The murder was captured on camera by a local photographer who was later found at the scene. The photographer also died in the blast but the camera was intact. The Rajiv Gandhi Memorial has been erected on the spot.



Gandhiji is best known as Bapu or Bapuji. The word Bapu means father. In that sense, the whole nation honored him. In return for Gandhiji's contribution to India's freedom struggle by vowing non-violence, Indians have called him the "Father of the Nation". But he was shot dead on January 30, 1948 in India. At that time he was holding a night rally in the middle of Birla Bhavan (Birla House) in New Delhi. His killer, Nathuram Godse, was a Hindu fundamentalist with whom the extremist "Hindu Mahasabha" had contacts.


The man who went to the grave to bury the body of Bangabandhu's father Sheikh Lutfar Rahman, the man who lay on the ground in tears at the death of Bangabandhu's mother, the man who was the father of Sheikh Kamal's marriage lawyer, the man who cooked vegetables from home at noon on August 14, 1975 and fed Bangabandhu On 15th August, Bangabandhu was assassinated in his own family by a man named Khandaker Mushtaq.


In the pages of history, one empire has fallen at the hands of the people closest to them. When King Faisal of Saudi Arabia reached out to hug his nephew, he suddenly pulled a pistol out of his pocket and fired three shots in a row.


Detectives use a variety of methods to identify the culprit, one of which is to look at everyone with suspicion. The most skeptical of all is the one who thinks it is the least skeptical of all.


History has taught us time and time again that the greatest enemy of human life is the one who never knows him, he is like his closest friend.


So in your personal life too, you will be most deceived by the people around you.


Note: If you list the people who hurt you the most, you will see the names of your people, not enemies. The enemy is never a traitor, only his own people are traitors. So remember, spend less time with friends and more time with enemies.


#bangabandhu #gandhiji #iraq #nixon #indiragandhi #life #fakhrulalam #saddamhussein #india #bangladesh #enemie #friends #people #politics #lifeissimplebd #johnnixon #usa #khandakermushtaq #died #kingfaisal #saudiarabia #bangla #sheikhmuziburrahaman # rajivgandhi #sheikhhasina



আস্তাভাজন হওয়া খুব কঠিন


সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়ার পর যখন তাঁর মরদেহ বাহিরে রাখা হল, তখন একদল মানুষ সেখানে এসে এই মানুষটার মৃতদেহের ওপরে থুতু ছিটিয়েছিল এবং তারা প্রত্যেকেই ইরাকের নাগরিক ছিল কিন্তু পক্ষান্তরে তার নিরাপত্তায় নিয়োজিত সেই ১২ জন আমেরিকান সেনা সদস্যের প্রত্যেকেই কেঁদেছিল। সিআইএর সাবেক কর্মকর্তা জন নিক্সন বলেন, ২০০৩ সালে ইরাকে হামলা ভুল ছিল। ইরাকে হামলা চালানো উচিত হয়নি এমন বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


২০০৩ সালে মার্কিন সেনাদের অভিযানে ধরা পড়েন সাদ্দাম। ২০০৬ সালের ৩০ ডিসেম্বর তার ফাঁসি হয়। সেই সময় সাদ্দামকে জেরা করেছিলেন নিক্সন। নিক্সন জানান, যখন তিনি সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসাবাদ করছিলেন তখন সাদ্দাম তাকে বললেন, তোমরা পরাজিত হবে। তোমরা বুঝতে পারবে যে ইরাক শাসন করা এত সহজ নয়।


নিক্সন আরো জানান, আমি তার কাছে জানতে চাইলাম এটা তার কেন মনে হলো ? তখন তিনি উত্তর দিলেন, তোমরা ইরাকে পরাজিত হবে কারণ তোমরা এ দেশের ভাষা, ঐতিহ্য এবং আরবদের মনোভাব সম্পর্কে কিছুই জানো না।


নিক্সনের মতে, সাদ্দাম যে একেবারে খাঁটি কথা বলেছিলেন তা এখন হাড়ে হাড়েই টের পাচ্ছি আমরা। তিনিই ইরাকের উপযুক্ত শাসক ছিলেন। তবে ফাঁসির রশিতে ঝোলানোর আগ পর্যন্ত তাঁর মনোবল ছিল অটুট। ছিল না কোনো অনুশোচনা।

 
ইন্দিরা গান্ধীর পরিণতি হয়েছিল আরও করুণ ছিল। শত্রুর গুলিতে না, তার মৃত্যু হয়েছিল নিজেরই দেহরক্ষীর গুলিতে। কারণ ১৯৮৪ সালের জুন মাসে ইন্দিরা গান্ধীর আদেশে শিখদের পবিত্র ধর্মাশালা স্বর্ণ মন্দিরে ভারতীয় সেনা হানা দেয় ৷ তার খেসারত ইন্দিরা গান্ধী দেন সে বছরই ৩১ অক্টোবর ৷ তার নিজের দেহরক্ষীরাই তার জীবন আলো নিভিয়ে দেয় ৷


১৯৯১ সালের ২১শে মে রাজীব গান্ধী তামিল নাডুর, মাদ্রাজ থেকে ৩০ মাইল দুরে শ্রীপেরুম্বুদুরে যখন শ্রীপেরুম্বুদুর লোক সভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার-অভিযান সভায় তখন গুপ্ত ঘাতক দ্বারা তাকে হত্যা করা হয়। এই গুপ্ত হত্যাকান্ডটি সংঘটিত করেছিলো লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম (LTTE) আত্মঘাতী মানববোমা থেনমঝি রাজারত্নম, একে গায়েত্রী এবং ধানু বলেও জানা যায়।


রাত দশটা দশ মিনিটে একটি জনসভায় ধানু তার কাছে যায় এবং প্রধানমন্ত্রী কে অভিনন্দন জানায়। সে তারপর নিচু হয়ে তাকে প্রনাম করার ছলে তার পোশাকের ভেতরে বাঁধা একটি কোমোর-বন্ধনীর সঙ্গে রাখা ৭০০ গ্রাম ওজনের বোমাটির (RDX) বিস্ফোরণ ঘটায়। অনেক মানুষ সেই বিস্ফোরণে প্রাণ হারান। এই হত্যাকান্ডটি একজন স্থানীয় চিত্রগ্রাহকের ক্যামেরায় ধরা হয়ে থাকে যেটি পরে ঘটনাস্থল থেকে পাওয়া যায়। চিত্রগ্রাহকও ওই বিস্ফোরণে প্রাণ হারায় কিন্তু ক্যামেরা টি অক্ষত ছিল। সেই ঘটনাস্থলে রাজীব গান্ধী স্মৃতি স্তম্ভ গড়ে তলা হয়েছে।


গান্ধীজি এর সবচেয়ে বেশি পরিচিতি তিনি বাপু বা বাপুজি নামে। এই বাপু শব্দটির অর্থ পিতা। সেই অর্থে পুরো জাতি তাকেই পিতার সম্মান দিয়েছে। ভারতের স্বাধীনতা সংগ্রামে অহিংসাকে ব্রত করে গান্ধীজি যে অবদান রেখেছেন, তার প্রতিদানে ভারতবাসী তাকে ‘‘জাতির জনক’’ আখ্যা দিয়েছে। কিন্তু তাকে ভারত বর্ষের মাটি ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি গান্ধীকে গুলি করে হত্যা করা হয়। সে সময় তিনি নতুন দিল্লীর বিরলা ভবন ( বিরলা হাউস ) মাঝে রাত্রিকালীন পথসভা করছিলেন। তার হত্যাকারী নাথুরাম গডসে ছিলেন একজন হিন্দু মৌলবাদী যার সাথে চরমপন্থী "হিন্দু মহাসভার" যোগাযোগ ছিল।


বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের দেহ নামাতে যে লোকটি কবরে নেমেছিল, বঙ্গবন্ধুর মাতার মৃত্যুতে যে লোকটি মাটিতে শুয়ে কান্নায় গড়াগড়ি করেছিলো, শেখ কামালের বিয়ের উকিল বাপ যে মানুষটি ছিলো, ১৯৭৫ সালের ১৪ই আগস্ট দুপুরে যে লোকটি বাসা থেকে তরকারী রান্না করে নিয়ে গিয়ে বঙ্গবন্ধুকে খাইয়েছিলো তারপরের দিন ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে সেই লোকই খুন করেছিল যার নাম খন্দকার মোশতাক।


ইতিহাসের পৃষ্ঠায় পৃষ্ঠায়, এক একটা সাম্রাজ্যের পতন হয়েছে তাদের সব চাইতে কাছের মানুষদের হাত ধরে। সৌদি আরবের বাদশা ফয়সাল যখন তার ভাইপোকে আলিঙ্গন করার উদ্দেশ্যে দু হাত বাড়িয়ে দিলেন, প্রতি উত্তরে হঠাৎই পকেট থেকে পিস্তল বের করে পরপর তিনটা গুলি করে বসলেন।  


গোয়েন্দারা আসামী সনাক্ত করার জন্য অনেক গুলো পদ্ধতি অবলম্বন করে থাকে, তার একটি হল প্রত্যেককেই সন্দেহের দৃষ্টিতে দেখা। সব চাইতে বেশি সন্দেহ তাকে করা যাকে মনে হবে সব চাইতে কম সন্দেহজনক।


ইতিহাস আমাদের বার বার শিখিয়ে গেছে, মানুষের জীবনের সব চাইতে বড় যে শত্রু তাকে কখনোই চেনা যায় না, সে থাকে সব থেকে কাছের বন্ধুর মত করে।


আপনার ব্যক্তিগত জীবনেও তাই, আপনি সব চাইতে বেশি প্রতারিত হবেন আপনার কাছের মানুষদের কাছ থেকে।


নোটঃ আপনাকে সব চাইতে বেশি কষ্ট দেয়া মানুষের তালিকা করলে সেখানে শত্রু না,আপন মানুষদের নাম দেখতে পাবেন। শত্রু কখনো বিশ্বাস ঘাতক হয় না, বিশ্বাস ঘাতকতা করে কেবল আপন মানুষরাই। তাই মনে রাখবেন, বন্ধুর সাথে কম সময় ব্যয় করুন এবং শত্রুর সাথে বেশি সময় ব্যয় করুন।

Post a Comment

If you have any information to know ? Please comment.

Previous Post Next Post