Rules for providing good social education to the child

 

The father took the girl to the garage to give her a good present with respect. He said, “I bought this car here many years ago. It's too old now. In this happy moment of yours I want to give it to you as a gift. But first you have to go to the used car showroom to sell it and see how much they offer you. ”

 

The girl returned to her father from the used car showroom and said, "They offered me a thousand dollars because it's too old to see."

 

Dad said, "Now take it to Bhangari's shop and see what they say!"

The girl came back from Bhangari's shop and said, "It's a very old car and she only offered 100 here."

 

Dad then went to a car club and asked to show the car. The girl took the car to the club and happily told her father when she returned, "Some people at the club observed the car with great curiosity and offered a million dollars for it. Since it is a Nissan Skyline R34, an iconic car."

 

Then the father said to his daughter, "The right person in the right place will evaluate you in the right way. And if you are not valued somewhere, don't be angry. Understand that it means you are in the wrong place. Those who have their own value will value you. You have the ability to understand the meaning. Never stay in a place where no one sees your value”.

 

Note: The world is constantly being educated but not being well educated. Because today people evaluate everything based on money and energy. This assessment framework ranges from family to international. At present, people's social education is declining day by day but social education is available from the beginning to the end of life. The application / need of this social education in every moment of life and in every action life.

 

#social #education #life #fakhrulalam #lifeissimplebd #father #daughter #socialrules #child #childeducation #socialeducation #bangladesh #bd

 

সন্তানকে সামাজিক সুশিক্ষা প্রদান করার নিয়ম

 

সম্মানের সাথে সদ্য স্মাতক হওয়া মেয়েকে ভাল একটা উপহার দেয়ার জন্য বাবা মেয়েকে নিয়ে গ্যারেজে গেলেন। বললেন, “এখানের এই গাড়িটা অনেক বছর আগে আমি কিনেছিলাম। এখন এর অনেক বয়স হয়ে গেছে। তোমার খুশীর এই মুহূর্তে এটা আমি তোমাকে উপহার হিসেবে দিতে চাই। তবে তার আগে তুমি এটা বিক্রির জন্য ব্যবহার করা গাড়ির শোরুমে যাও এবং দেখ তারা তোমাকে কত অফার করে।

 

মেয়ে ব্যবহৃত গাড়ির শোরুম থেকে বাবার কাছে ফিরে এসে বলল, ′′ তারা আমাকে এক হাজার ডলার অফার করেছে, কারণ এটি দেখতে খুব জরাজীর্ণ।

 

বাবা বললেন, “এবার এটা ভাঙ্গারির দোকানে নিয়ে যাও, দেখ ওরা কি বলে!” মেয়ে ভাঙ্গারির দোকান থেকে ফিরে এসে বলল, “এটা অনেক পুরনো গাড়ি বলে এখানে মাত্র ১০০ ডলার অফার করেছে।′′

 

বাবা তখন একটা গাড়ির ক্লাবে গিয়ে গাড়িটা দেখাতে বললেন। মেয়ে গাড়িটি ক্লাবে নিয়ে গেল এবং ফিরে এসে খুশিতে তার বাবাকে বলল, "ক্লাবে কিছু লোক খুবই কৌতূহল নিয়ে গাড়িটি পর্যবেক্ষণ করলো এবং এর জন্য এক লক্ষ ডলার অফার করেছে। যেহেতু এটি একটি Nissan Skyline R34, একটি আইকনিক গাড়ি।"

 

তখন বাবা তাঁর মেয়েকে বললেন, "সঠিক জায়গায় সঠিক লোক তোমাকে সঠিক ভাবেই মূল্যায়ন করবে। আর যদি কোথাও তোমাকে মূল্য না দেওয়া হয়, তবে রাগ করবেনা। বুঝে নিবে এর মানে তুমি ভুল জায়গায় আছো। তারাই তোমার মূল্য দিবে, যাদের নিজেদের মূল্যবোধ আছে, গুনের মর্ম উপলব্ধি করার মত যোগ্যতা আছে। এমন জায়গায় কখনো থেকো না যেখানে তোমার মূল্য কেউ দেখে না।

 

নোটঃ পৃথিবী প্রতিনিয়ত শিক্ষিত হচ্ছে কিন্তু সুশিক্ষিত হচ্ছে না। কারণ বর্তমান মানুষ অর্থ এবং শক্তির উপর ভিত্তি করে সব কিছু মুল্যায়ন করে থাকে। এই মুল্যায়ন পারিবারিক থেকে শুরু করে আর্ন্তজাতিক পর্যন্ত এই মুল্যায়ন কাঠামো। বর্তমান সময়ে মানুষের সামাজিক শিক্ষা দিন দিন হ্রাস পাচ্ছে কিন্তু সামাজিক শিক্ষা পাওয়া যায় জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত। এই সামাজিক শিক্ষার প্রয়োগ/প্রয়োজন জীবনের প্রতিটি মুহূর্তে এবং প্রত্যেক কর্ম জীবনে।

Post a Comment

If you have any information to know ? Please comment.

Previous Post Next Post