Benefits  
of  
Kesharaj or Vangguraj


Common Names: Vangguraj, Kesharaj, Vimraj. Unani Name: Bhangra, Ayurvedic Name: Vangguraj, English Name: Bringa Raj Scientific Name: Wedelia calendulacea Less. Family: Asteraceae.


Since ancient times, people have been using herbal remedies to cure various diseases. These herbs are easily rid of many difficult diseases. In the same way, an herbal is Kesharaj or Vangguraj. Which is a familiar to many. Useful parts: Leaves, seeds and whole plant juice.


Kesharaj or Vangguraj is a small herbaceous plant. Its flowers are yellow. There are three (3) more species of Kesharaj or Vangguraj. One is blue, one is white and the other is yellow. Its stalks are slightly reddish, 3.4 cm to 9.5 cm long. The stalks are creepy, soft, fine hairy and grow fast. During the monsoon there are yellow flowers and fruits in the autumn. The leaf is extracted from its stalk. The leaves are 4-8 cm long and 1.2 – 2.0 cm long. Is wide. Light edges of leaf edges. Two leaves from the hump to the stalk turn opposite. Leaf-shaped spiral long, smooth and crisp.

Receipts: Barisal, Patuakhali, Nizhum Island, Dhaka, Mymensingh and Tangail are found throughout the country.


Kesharaj or Vangguraj has many medicinal qualities. This small plant is released from the head ache and intolerable powder worms forever. Its leaves, stems and flowers are all very handy. Let's know about its benefits:

1. After waking up in the morning, many suffer from headaches or back pain. Which is for sinusitis. In that case, the leaves of Kesharaj or Vangguraj are dried and powdered and put on a vein or put on the juice of the leaves.

2. Suffering from head hair fall? If the juice Kesharaj or Vangguraj leaves is applied at noon or if the juice is used as oil, it will prevent hair fall.

3. Women often suffer from hair loss when they are white. In that case, boil the leaves of Kesharaj or Vangguraj and rinse your head with water twice a day. You will get the fruit within 3-4 days.

4. Eyes up Is the eye popping? Rinse the eyes with this water by mixing 20 to 25 drops of kesharaj or Vangguraj leaf juice into the water. Your eyes will recover.

5. If the psoriasis is powdery, or powder of beetles leaves, use it for 2 to 4 minutes as a fungus. Paoria will recover.

6. In Kesraj or Vangguraj, the garden is hardened. Again, if there is any wound in the soil, it is best to cure for a few days with this leaf juice.

7. Suffering from powder worms? Adults will get rid of it by mixing one teaspoon of 8 cups of water with the juice of kesharaj or Vangguraj.

8. If you suffer from gum, drink 25 to 30 drops of kesharaj or Vangguraj leaf juice daily with half a cup of goat's milk. When the benefits come.

9. The lime juice of Kesharaj or Vangguraj leaves the hands of the lice on the head.

10. When white blood cells rise in the blood, drink 25 to 30 drops of Kesharaj or Vangguraj leaf juice mixed with milk. Blood will come back to normal.

11. In the dental care, the use of Kesharaj or Vangguraj leaf juice is very useful.

12. Blond or brittle hair makes the hair long and black, beneficial to the nervous weakness. Strong, its leaves are used to prevent hair loss and grow hair. Effective in headache and redness.


#benefits #kesharaj #vangguraj #fakhrulalam #bangladesh #bd #fakhrul


কেশরাজ বা ভৃঙ্গরাজ
গুনাবলী

 
প্রচলিত নামঃ ভৃঙ্গরাজ, কেশরাজ, ভিমরাজ। ইউনানী নামঃ ভাংরা, আয়ুর্বেদিক নামঃ ভৃঙ্গরাজ, ইংরেজী নামঃ Bringa Raj বৈজ্ঞানিক নামঃ Wedelia calendulacea Less. পরিবারঃ Asteraceae.


আদিকাল থেকেই শারীরিক নানা রোগ সারাতে ভেষজ পদ্ধতি কাজে লাগিয়ে আসছে মানুষ। উপকারী এসব ভেষজ সহজেই অনেক কঠিন রোগ থেকেই পরিত্রাণ দিয়েছে। তেমনই একটি ভেষজ হচ্ছে কেশরাজ বা ভৃঙ্গরাজ। যা অনেকেরই পরিচিত একটি উদ্ভিত। ব্যবহার্য অংশঃ পাতা, বীজ সম্পূর্ণ গাছের রস।


কেশরাজ বা ভৃঙ্গরাজ একটি ছোট গুল্ম জাতীয় উদ্ভিদ। এটির ফুল হলুদ হয়। কেশরাজ বা ভৃঙ্গরাজের আরো (০৩) তিনটি প্রজাতি রয়েছে। একটির ফুল নীল, একটির সাদা এবং অন্যটির হলুদ। এর ডাঁটা একটু লালচে . সে.মি থেকে . সে.মি পর্যন্ত লম্বা হয়। ডাঁটা রসালো, নরম, সূক্ষ্ম লোমশ দ্রুত বাড়ে। বর্ষাকালে হলুদ রঙের ফুল হয় এবং শরৎকালে ফল হয়। এর ডাঁটার গিরা থেকে পাতা বের হয়। পাতা - সে.মি লম্বা এবং .- . সে.মি. পর্যন্ত চওড়া হয়। পাতার কিনার হালকা খাঁজকাটা। ডাঁটার প্রতি গেরা থেকে দুটি করে পাতা বিপরীতমূখী হয়ে গজায়। পাতার আকৃতি লম্বাটে বর্শাকৃতি অমসৃণ খসকসে।
প্রাপ্তিস্থানঃ সারাদেশে বিশেষ করে বরিশাল, পটুয়াখালী, নিঝুম দ্বীপ, ঢাকা, ময়মনসিংহ টাঙ্গাইল জেলায় পাওয়া যায়।


কেশরাজ বা ভৃঙ্গরাজের রয়েছে অনেক ওষুধি গুণ। মাথার যন্ত্রণা থেকে শুরু করে অসহ্যকর গুঁড়া কৃমির হাত থেকে চিরতরে মুক্তি মিলে ছোট এই উদ্ভিতের দ্বারা। এর পাতা, ডাঁটা ফুল সব কিছুই বেশ কাজের। চলুন তবে জেনে নেয়া যাক এর উপকারিতা সম্পর্কেঃ 

১. সকালে ঘুম থেকে উঠার পর অনেকেরই মাথায় যন্ত্রণা হয় বা আধকপালে ব্যথা হয়। যা সাইনোসাইটিসের জন্য হয়ে থাকে। সেক্ষেত্রে কেশরাজ বা ভৃঙ্গরাজের পাতা শুকিয়ে গুঁড়া করে নস্যি নিলে বা পাতার রস মাথায় দিলে উপশম হয়।

২. মাথার চুল পড়ে যাওয়ার সমস্যায় ভুগছেন? কেশরাজ বা ভৃঙ্গরাজের পাতার রস দুপুরে মাথায় লাগালে অথবা রস তেলের মতো ব্যবহার করলে চুল পড়া রোধ হয়।

৩. মহিলারা শ্বেত প্রদরের শিকার হলে প্রায়ই মাথার চুল উঠে যায়। সেক্ষেত্রে কেশরাজ বা ভৃঙ্গরাজের পাতা সেদ্ধ করে সেই পানি দিয়ে দিনে দুইবার মাথা ধুয়ে নিন।  থেকে দিনের মধ্যেই ফল পেয়ে যাবেন।

৪. চোখ উঠেছে? চোখে পুঁজ জমছে? ২০ থেকে ২৫ ফোঁটা কেশরাজ বা ভৃঙ্গরাজের রস পানিতে মিশিয়ে পানি দিয়ে চোখ ধুলে নিন। চোখ উঠা সেরে যাবে।

৫. পায়োরিয়া হলে কেশরাজ বা ভৃঙ্গরাজের পাতা গুঁড়া করে মাজনের মতো থেকে মিনিট ব্যবহার করুন। পায়োরিয়া সেরে যাবে।

৬. কেশরাজ বা ভৃঙ্গরাজে মাড়ি শক্ত হয়। আবার মাড়িতে কোনো ঘা থাকলে এই পাতার রস দিয়ে কয়েকদিন কুলি করলে সেরে যায়।

৭. গুঁড়া কৃমির যন্ত্রণায় ভুগছেন? কেশরাজ বা ভৃঙ্গরাজের পাতার রস পূর্ণবয়স্করা এক চা চামচ কাপ পানিতে মিশিয়ে খেলে পরিত্রাণ পাবেন।

৮. আমাশয়ে ভুগে থাকলে ২৫ থেকে ৩০ ফোঁটা কেশরাজ বা ভৃঙ্গরাজ পাতার রস প্রতিদিন আধা কাপ ছাগলের দুধের সঙ্গে মিশিয়ে পান করুন। উপকার মিলবে যখন তখন।

৯. কেশরাজ বা ভৃঙ্গরাজের পাতার রস মাথায় মাখলে উকুনের হাত থেকে রেহাই পাওয়া যায়।

১০. রক্তে শ্বেত কণিকা বেড়ে গেলে ২৫ থেকে ৩০ ফোঁটা কেশরাজ বা ভৃঙ্গরাজ পাতার রস দুধের সঙ্গে মিশিয়ে পান করুন। রক্ত স্বাভাবিক হয়ে আসবে।

১১. দাঁতের যত্নে কেশরাজ বা ভৃঙ্গরাজ রসের প্রলেপ দিলে বেশ উপকার হয়।

১২. কেশরাজ বা ভৃঙ্গরাজ চুল দীর্ঘ ও কালো করে, স্নায়বিক দুর্বলতায় ফলপ্রদ। বলকারক, এর পাতা চুলপাকা রোধে ও চুলের বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়। মাথা ব্যথা ও শোধে কার্যকরী।

Post a Comment

If you have any information to know ? Please comment.

Previous Post Next Post