Parents have to do to build a good child
Play with your child for the first 7
years. The second 7 years taught him discipline and the third 7 years became
his friend. Every human being's childhood is like soft mud and he will develop
in the way his parents shape this mud. Parents need to develop their child as
an asset. It must be remembered that wealth is not bought and sold, wealth has
to be created and acquired. Here are three 7 formulas.
Here are three 7 spoken of:
1 × 7 = 7
2 × 7 = 14
3 × 7 = 21
Play with him for the first 7 years. Not
just play, tell him everything while playing, and teach him.
Teach him discipline till the second 7
years 14 years. Explain to him what is good, what is bad, the whole way of life
in his language. Teach him manners.
The third became his friend for 7 years. This
is a very important point. What you teach in the 2nd stage or what you learn
from the environment will apply at this age.
Most of us parents come to this 2nd and
3rd stage and make a mistake. Then when the child goes astray, we put all the
blame on him.
Asked to play up to 7 years. And I
continued this game till his teen age. However, the style of the game is
different, the game of indulgence. He gets everything he wants, the field gets
it before he wants it. Mobile, laptop, internet access, Facebook account all
(many now create an account in his name after the birth of a child). What
happens next is in the 3rd stage. Where the parent is the child's real friend,
the child finds a friend in the outside world.
In the 2nd stage, the foundation is shaken
and this stage goes astray. Then the parents made a serious mistake. By gossip,
by discipline, by teaching discipline. No, it's not the age of discipline and
rule, it's the age of friendship.
Does being a friend mean treating him like
a child? No. The child's friendship with the parents means keeping an eye on
his movements in a supportive way. Deal with any issues through friendly
behavior. Behave in such a way that he shares everything with his parents first
and Father, Mother becomes his friend.
But what do we see? In this modern age
everything is becoming more modern from modern. Our parents did not get the
opportunities that our generation is getting from technology, they did not hear
the name. What we have not yet received, the names we have not heard, our
children will get. Have we ever considered what else they can get?
Raising children is a challenging issue at
present. Especially local area compared to villages, capital compared to local
area. The higher the level (as an area and as a social status) the greater the
level of challenge.
In the past, story books, drama, movie
related paper cutting, etc. could be found in the school bags of teenagers. And
now there are electric cigarettes or something more terrible.
Because of this, we did not give proper
education in the 2nd stage, and we did not become friends in the 3rd stage. As
a result, they have found friends in the online / offline world and have been
influenced by them.
However, another thing remains, many
people get bad education from their families. Why? Because children learn with
their eyes. I am learning by watching what you are doing. He is not growing up
seeing and learning, but learning from the moment he tries to understand. The
brain of a tiny baby is like the refreshed blank memory of a computer. He will
accept whatever input you give. So I changed myself before giving him a worthy
guideline.
It’s a huge find for working parents who
are housebound for their children during this lockdown. We now try to give them
the care they have been deprived of from the housemaid for so long. We become
positive for them by not being in the midst of negativity, we make them good
children without making them a test object for us.
Note: Every parent should take care of the
child. Care means not just physical care, but physical, human and behavioral
and social education. Every parent needs to understand the difference between
wealth and property.
#parents #child #physical #behavioral #socialeducation #fakhrulalam
#lifeissimplebd #children #socialstatus #7formulas #bangladesh #bd #environment
#childcare #family #bangla #blogger #blog #goodchild
সুসন্তান গড়তে মাতাপিতার করনীয়
প্রথম ৭ বছর আপনার সন্তানের সাথে খেলা করুন।
২য় ৭ বছর তাকে ডিসিপ্লিন শেখান এবং ৩য় ৭ বছর তার বন্ধু হয়ে যান। প্রতিটি মানুষের শিশুকাল
হলো নরম কাদার মতো এবং মাতাপিতা এই কাদাকে যেইভাবে আকৃতি দিবেন সেই ভাবে সে গড়ে উঠবে।
মাতাপিতাকে তার সন্তানকে সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে সম্পদ ক্রয়-বিক্রয়
হয় না, সম্পদ তৈরী করতে হয় এবং অর্জন করতে হয়। এখানে তিনটি ৭ কে সূত্র হিসেবে ধরা যেতে
পারে।
এখানে তিনটা ৭ এর কথা বলা হয়েছেঃ
১×৭=৭
২×৭=১৪
৩×৭=২১
১ম ৭ বছর তার সাথে খেলুন। শুধু নিছক খেলাই নয়,
তাকে খেলাচ্ছলে সব কিছু জানান, শেখান।
২য় ৭ বছর অর্থাৎ ১৪ বছর পর্যন্ত তাকে ডিসিপ্লিন
শেখান। তাকে কোন টা ভালো, কোন টা মন্দ, লাইফের পুরো ওয়ে টা তাকে তার ভাষায় বুঝিয়ে দিন।
তাকে শিষ্ঠাচারিতা শেখান।
৩য় ৭ বছর তার বন্ধু হয়ে যান। এটা খুবই গুরুত্বপূর্ণ
একটা পয়েন্ট। ২য় স্টেজে আপনি যা শেখাবেন বা পরিবেশ পারিপার্শিকতা থেকে যা শিখবে তাই
সে এই বয়সে এপ্লাই করবে।
আমরা অধিকাংশ বাবা মা এই ২য় ও ৩য় স্টেজে এসে
ভুল টা করে ফেলি। এরপর সন্তান যখন বিপথে চলে যায় তখন সব দোষ তার উপর চাপিয়ে দেই।
৭ বছর পর্যন্ত খেলতে বলা হয়েছে। আর এই খেলাটাই
চালিয়ে যাই তার টিন এজ পর্যন্ত। তবে খেলাটার ধরণ ভিন্ন, আবদার মেটানোর খেলা। সে যা
যা চায় সব পেয়ে যায়, ক্ষেত্র বিশেষে চাওয়ার আগেই পেয়ে যায়। মোবাইল, ল্যাপটপ, ইন্টারনেট
এক্সেস, ফেসবুক একাউন্ট সব ( অনেকেই এখন সন্তান জন্মের পরেই তার নামে একাউন্ট তৈরি
করে ফেলি)। এরপর যা হয় তা ৩য় স্টেজে। যেখানে বাবা মা ই হবে সন্তানের প্রকৃত বন্ধু সেখানে
সন্তান বাইরের জগতে বন্ধু খুঁজে ফেরে।
২য় স্টেজে ভিত নড়বড়ে করে এসে এই স্টেজ বিপথে
যাওয়ার। তখন চরম মারাত্মক ভুল করে বসেন অভিভাবকরা। বকা দিয়ে, শাসন করে, ডিসিপ্লিন শিখিয়ে।
না, এটা ডিসিপ্লিন ও শাসনের বয়স না, এটা বন্ধু হওয়ার বয়স।
বন্ধু মানে কি তার সাথে তার বন্ধুদের মত বাল্যসুলভ
আচরণ করতে হবে? না। বাবা মায়ের সাথে সন্তানের বন্ধুত্ব মানে সাপোর্টিভ ওয়ে তে তার গতিবিধি
খেয়াল রাখা। যে কোন সমস্যা বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে মোকাবেলা করা। তার সাথে এ
আচরণ এমন হওয়া যাতে সে সব কিছু বাবা মায়ের সাথেই আগে শেয়ার করে এবং বাবা মাও তার সুহৃদ
হোন।
কিন্ত আমরা কি দেখি? এই আধুনিক যুগে সব কিছুই
আধুনিক থেকে আরো আধুনিক হচ্ছে। আমাদের প্রজন্ম প্রযুক্তির যেসব সুযোগ পাচ্ছি আমাদের
বাবা মায়েরা তা পান নি, নাম ও শুনেননি। আমরা যা এখনো পাই নি, নাম শুনি নি আমাদের সন্তানেরা
তা পাবে। তাহলে তারা আর কি কি পেতে পারে সেগুলো কি আমরা কখনো ভেবে দেখেছি?
বর্তমান সময়ে সন্তান পালন একটা চ্যালেঞ্জিং বিষয়।
বিশেষ করে গ্রামের তুলনায় মফস্বল, মফস্বলের তুলনায় রাজধানী। লেভেল যত উপরে উঠবে( এলাকা
হিসেবে এবং সামাজিক স্ট্যাটাস হিসেবে) চ্যালেঞ্জের মাত্রা তত বাড়বে।
আগে টিন এজারদের স্কুল ব্যাগে পাওয়া যেত গল্পের
বই, নাটক সিনেমা রিলেটেড পেপার কাটিং ইত্যাদি । আর এখন পাওয়া যায় ইলেক্ট্রিক সিগারেট
বা তার চেয়েও ভয়ঙ্কর কিছু।
এসবের কারণ, ২য় স্টেজে আমরা সঠিক শিক্ষা দেইনি,
এবং ৩য় স্টেজে আমরা বন্ধু হইনি। ফলে তারা অন লাইন/ অফ লাইন জগতে বন্ধু খুঁজে নিয়েছে
ও তাদের মাধ্যমে প্রভাবিত হয়েছে।
তবে আরেক টা কথা থেকে যায়, অনেকে পরিবার থেকেও
কু শিক্ষা পায়। কেন? কারণ, শিশুরা চোখ দিয়ে শেখে। আমি আপনি যা করছি সে তা দেখেই শিখছে।
এই দেখা ও শেখা সে বড় হয়ে করছে না, বরং যখন থেকে দেখে বুঝার চেষ্টা করছে তখন থেকেই
শিখছে। ছোট পুঁচকে শিশুর ব্রেইন কম্পিউটারের রিফ্রেশড ব্ল্যাংক মেমোরির মত। যা ইনপুট
দেবেন তাই সে গ্রহণ করবে। তাই তাকে যোগ্য গাইডলাইন দিতে আগে নিজেকে বদলাই।
এই লকডাউনের সময়ে কর্মজীবী বাবা মা যারা গৃহবন্দী
তাদের সন্তানদের জন্যে এটা বিশাল পাওয়া। গৃহকর্মীর কাছে থেকে তারা যে পরিচর্যা থেকে
বঞ্চিত হয়েছে এতদিন তা এখন আমরা তাদের দেয়ার চেষ্টা করি । আমরা নেগেটিভিটির মধ্যে না
থেকে তাদের জন্যে পজিটিভ হই, আমাদের জন্যে তাদেরকে পরীক্ষার বস্তু না বানিয়ে সু-সন্তান
বানাই।
নোটঃ প্রতিটি মাতা-পিতাকে সন্তানের প্রতি যত্নশীল
হতে হবে। যত্ন বলতে শুধু শারীরিক যত্ন নয়, শারীরিক, মানুষিক এবং আচরন ও সামাজিক শিক্ষা
প্রদান করতে হবে। প্রতিটি মাতাপিতাকে সম্পদ এবং সম্পত্তির পার্থক্য বুঝতে হবে।
Interesting
ردحذفThanks for complement
حذفإرسال تعليق
If you have any information to know ? Please comment.