Another name for feeling is love


Love means understanding each other. This love doesn't seem to have any meaning if I don't understand the person I love.


I think it's a lot bigger to understand a man of love than to always say love with love. Love survives based on mutual trust. There is no love in love that lacks faith, there is only Sociality.


Anyone can fall in love. Love is a feeling that is very sacred. Love should not be for the fulfillment of interests. Love is the sweetest relationship in the world where there will be no desire, no interest, there will be only love.


You cannot make yourself happy by loving others. Don't fall in love with someone thinking that someone will bring happiness in your life. Instead, make love thinking that you will bring happiness in someone's life.


Love is not the object of any transaction. If you find happiness in receiving love more than giving love, then you have not yet gone deeper into love. Happiness found in deep love cannot be compared to any other happiness. Because there is holiness in this love.


Love has nothing to do with expectation. True love only wants to make the man in love happy, does not expect any reward from him. The pressure of expectation slowly kills love. The man you love is not the machine to meet your expectations.


True love frees people, not binds them. Love is like opium, not an iron chain. The man you love will most likely return to you if you let him go. Trying to hold the person you love with an iron chain will not work. For example, birds will try to break the cage and fly away. It is better to free people than to shackle them.


Love does not mean winning someone but losing oneself for someone. It is not with the depth of knowledge, but with the purity of the heart. The most spoken and discussed word in the world is “love. This love sometimes cries, sometimes laughs, someone sacrifices for it. How many sacrifices people accept to get people to love. Again this love loses a lot of valuable things for which there is never the slightest regret.


In fact, our human mind is so restless that it doesn't even know what it wants. Again, knowing everything, this mind goes in the wrong direction. Conscience then forbade him countless times. In this battle of conscience and mind, the mind always wins. And then a person can feel love and value love and that is why the world is so beautiful. Otherwise, all the people of the world would have become robots.


Do not insult the sacred name of love by thinking that love is just a boyfriend-girlfriend relationship. The scope of love is as vast as the universe. As much self-satisfaction is found in the object called 'love', it is not possible to find it anywhere else. And you will get the full taste of this self-satisfaction only when you can unselfishly love the Creator of this universe and its creation.


You can never snatch someone else's love or force them to like others. All you can do is create yourself in such a way that everyone is fascinated by your usage and starts liking you.


No matter how much you think that you are doing or are doing something for others, in most cases those people will not understand it. So we should not expect anything from them, Otherwise you will get sad. You have to work hard for many years to gain loyalty, but in just one second, all faith can be lifted from you. So it is good to understand and listen.


You will always forget what you have gained in life, but remembering again and again what you have lost will hurt your mind. So always remember the good aspects of the past, don't hurt yourself by thinking bad things.


There is no guarantee that you will see those you see in front of your eyes tomorrow morning. So if there is a conflict with someone, make the relationship beautiful before the last farewell. Forget what happened. Just love people selflessly. You will see that the people around you have started to love you without your knowledge.


Love is when someone breaks your heart. And the most amazing thing is, you love him with every broken piece of that heart. Don't change yourself in the hope that someone will like you. Try to be the way you are, the one who truly loves you will truly love you.


Time is not needed for love, one moment is enough. A true lover does not love hundreds of girls, but he loves one girl in hundreds of ways. It is possible to survive without love in the world, but it is not possible to survive without feeling good.


To end one's life for love under the influence of emotions means to lose loved ones as well as loved ones for the rest of one's life, as well as to make the people of love criminals. The name of giving up oneself after failing in love is not life, the name of establishing oneself by fighting for it is life.


A very trivial reason can make anyone feel good. Seeing a girl's worldly smile can make her feel good in an instant. Or a boy's heartbeat can be missed just by looking at a beautiful girl in the blink of an eye while walking back on the street. Or a boy can impress a girl by talking beautifully, playing a guitar, listening to music. And it creates a kind of feeling for the boy and the girl. These feelings are actually called feeling good. Not love. Love is not so easy. Love for a man is created very slowly.


You can't love anyone if you want to. You can't say you love someone if you want to. No one wants to throw away everything if they want to and run away somewhere holding someone's hand. No one can go against the whole world for one. Someone is a very special person. Who can only be loved? Close the eyes on which to rely.


The feeling of love that is created too quickly is lost too quickly. When the feeling is lost, that person also disappears from your life without saying anything. Then you must understand that he never loved you. I liked everything that was there. Because whoever is in love can't leave his hand in the middle of the road in a hurry and walk away. Most people can't tell the difference between feeling good and being in love. And that's why the haughty girl is still waiting. Falling asleep in bed at night. And that's why the stupid boy takes nicotine instead of oxygen. Even though the girl's number was closed at night, she called the number again and again and spent her restless time in love.


Love is to keep a picture of someone in one's mind, to take care of him, to evaluate him, to protect his honor, to fall in love. Love is to live in the hope of survival, to love the one who gives rise to the hope of survival, to surrender oneself to him. Love is not a promise. Love is to be faithful to someone. I only love him, hold his hand in this belief. Not dreaming about him, fulfilling his dreams. Walking mile after mile, or waiting for someone for hours on end is not love. Love is to be united with the heart, to hold the presence of one's existence within oneself. Breathing in and out, just feeling him, his smallest desires, the urge to fulfill, finding himself everywhere in his good and bad.


Love is the desire to see someone, the mind becomes desperate, his thoughts stay awake, he spends his happiness in the middle of it and gives a little smile and the biggest thing is love, to be with him all his life.


After all, not everyone's love is successful. Failure in love does not mean wasting one's life. We have to learn to accept reality by controlling our emotions. Love in the world does not end soon. Love never comes in life. Love comes in many forms many times in life.


If you love from the heart where there is no physical need is the first condition, where the future of love does not depend on the calculation of profit and loss then love can in no way depend only on time. Three years of love filled with false meaning is also meaningless to the true love of three days.


Love is love and its feeling is always the same. Time is not the only factor here. In the web of reality, when two people of love are separated from each other, when even a thousand desires of the mind cannot keep two people close, but intense pain is created between them. But what do we see if we analyze this pain? I see that they are missing each other very much, they are missing their laughter, tears and naughtiness. Maybe they will wipe their eyes and think of the people in their minds. Again, the occasion of their pure joy is this painful pain. They are happy to think about how much the man they love misses her, how much they care about her, how much they care about her. They are thrilled to see how much they love each other.


True pain can also give people joy, can give a happy opportunity to be proud of the people in the mind. And this joy makes two people more colorful, more loving.

Love means relationships, the basis of trust in people. Many forms of love. Such as the love of brothers and sisters, the love of parents. There may be love for an animal in the family. For example, many people keep dogs, cats and fish in aquariums, teach birds to talk. All this is an expression of love. Some plant trees out of love, take care of the trees. I don't know if people love trees. Maybe there is. You go to one side and take care of it, you will find it is growing fast. Didn't find the other one. So he’s not growing up. It is but tested. From this it is understood that the tree also has feelings.


Love is not limited to male-female love. Love is manifested in human relationships with people. People love a politician. You may never have seen him face to face. Still in love. Why? Out of respect! The expression of one's love is different. Someone is soft. Very angry at someone. Someone sometimes falls into the category of arbitrariness. He exercises the right.


If the concentration of love is high, it can be called love. Let me give you an example. I like a girl, I love her. When this feeling is dark it can be called love.


Note: Love has been, is and will be from the beginning of the world. But we must remember that the main medicine of love is to trust each other and he who does not love himself cannot love another.


#love #faith #modernlove #fakhrulalam #feelings #loveisred #painisblue #lifeissimplebd #blogger #truelove #bd #sweetest #relationship # Loveissacred #lovewillcontinue #lovearticles



অনুভুতির আপর নাম ভালোবাসা


ভালোবাসা মানে পরস্পরকে বুঝতে পারা। আমি যে মানুষটিকে ভালোবাসব তাকে যদি না বুঝতে পারি তাহলে এই প্রেমের কোনো অর্থ আছে বলে মনে হয় না।


মুখে মুখে সবসময় ভালোবাসি ভালোবাসি বলার চেয়ে আমার মনে হয় ভালোবাসার মানুষটাকে বুঝতে পারা অনেক বড় ব্যাপার। ভালোবাসা বেঁচে থাকে পরস্পরের বিশ্বাসের উপর ভিত্তি করে। যে প্রেমে বিশ্বাসের ঘাটতি দেখা দেয় সেখানে প্রেম থাকে না, থাকে শুধু সামাজিকতা।


যে কোন কাউকে ভালোবাসা যায়। ভালোবাসা অনেক পবিত্র একটি অনুভূতি। স্বার্থ সিদ্ধির জন্য প্রেম করা উচিত নয়। প্রেম হচ্ছে পৃথিবীর মধুরতম সম্পর্ক যেখানে থাকবে না কোনো চাওয়া-পাওয়া, থাকবে না কোনো স্বার্থ, থাকবে শুধুই ভালোবাসা।


নিজে অসুখী হয়ে অন্যকে ভালোবেসে সুখী করা যায় না। কেউ আপনার জীবনে সুখ এনে দেবে ভেবে কারো সাথে প্রেমে জড়াবেন না। বরং আপনি কারো জীবনে সুখ এনে দেবেন ভেবে প্রেম করুন।


ভালোবাসা কোন লেনদেনের বস্তু নয়। আপনি যদি ভালোবাসা দেওয়ার চেয়ে ভালোবাসা পাওয়াতে বেশি সুখ পান, তাহলে আপনি এখনো ভালোবাসার গভীরে যেতে পারেননি। গভীর ভালোবেসে যে সুখ পাওয়া যায় তার সাথে অন্য কোনো সুখের তুলনা চলেনা। কারণ এই ভালোবাসায় প্রবিত্রতা আছে।


ভালোবাসার সাথে প্রত্যাশার কোনো সম্পর্ক নাই। সত্যিকারের ভালোবাসা শুধু ভালোবাসার মানুষটিকে সুখী করতে চায়, তার থেকে কোনো প্রতিদান আশা করে না। প্রত্যাশার চাপ ধীরে ধীবে ভালোবাসাকে মেরে ফেলে। আপনার ভালোবাসার মানুষটি আপনার প্রত্যাশা পূরণের মেশিন নয়।


সত্যিকারের ভালোবাসা মানুষকে মুক্ত করে, বেঁধে ফেলে না। ভালোবাসা আফিমের মতো, লোহার শিকল নয়। আপনার ভালোবাসার মানুষ খুব সম্ভবত আপনার কাছে ফিরে আসবে যদি আপনি তাকে মুক্ত করে দেন। লোহার শিকল দিয়ে ভালোবাসার মানুষকে আটকে রাখার চেষ্টা করলে তার ফল ভালো হয় না। যেমনঃ পাখি খাঁচা ভেঙ্গে উড়ে যাওয়ার চেষ্টা করবে। তেমনি মানুষকে শেকল পরানোর চেয়ে মুক্ত করে দেয়া ভালো।


ভালবাসা মানে কাউকে জয় করা নয় বরং নিজেই কারো জন্য হেরে যাওয়া। এটা জ্ঞানের গভীরতা দিয়ে হয়না, হয় হৃদয় এর পবিত্রতা দিয়ে। পৃথিবীর সবচেয়ে বেশি উচ্চারিত এবং আলোচিত শব্দ “ভালবাসা। এই ভালোবাসা কখনও কাঁদায়, কখন হাসায়, কেউ এর জন্য আত্মবিসর্জন দেয়। মানুষ কত ত্যাগ স্বীকার করে ভালোবাসার মানুষকে পাবার জন্য। আবার এই ভালবাসার জন্য মূল্যবান অনেক কিছুই হারায় যার জন্য বিন্দুমাত্র আফসোস ও কখনো হয় না।


আসলে আমাদের মানব মন খুব ই অস্থির এক জিনিস সে যে কি চাই সে আসলে নিজেও জানে না। আবার সব কিছু জেনে শুনেও এই মন ভুল পথে পা বাড়ায়। বিবেক তখন তাকে অজস্র বার নিষেধ করে। এই বিবেক ও মনের যুদ্ধে, সব সময় মনেরই জয় হয়। আর তখনি একজন মানুষ ভালবাসা অনুভব করতে পারে এবং ভালোবাসার মূল্য দিতে পারে আর এই জন্যেই পৃথিবী এত সুন্দর। তা না হলে তো পৃথিবীর সব মানুষ রোবট হয়ে যেত।


ভালোবাসাকে শুধু বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ডের মধ্যেকার সম্পর্ক মনে করে ভালোবাসা নামক পবিত্র নামটাকে অপমানিত করবেন না। ভালোবাসার পরিধি মহাবিশ্বের মতোই বিশাল। ‘ভালোবাসা’ নামক বস্তুটিতে যতটা আত্মতৃপ্তি পাওয়া যায়, তা আর অন্য কোথাও পাওয়া সম্ভব নয়। আর এই আত্মতৃপ্তির পরিপূর্ণ স্বাদ আপনি তখনই পাবেন, যখন এই মহাবিশ্বের স্রষ্টা ও তার সৃষ্টিকে আপনি নিঃস্বার্থভাবে মনঃপ্রাণ দিয়ে ভালোবাসতে পারবেন।


আপনি কখনই পারবেন না অন্য কারও ভালোবাসাকে ছিনিয়ে নিতে কিংবা জোর করে অন্যের ভালো লাগার মানুষ হতে। বরং আপনি যেটা পারবেন তা হল নিজেকে এমন ভাবে তৈরি করতে যাতে যে কেউ আপনার ব্যাবহারে মুগ্ধ হয়ে আপনাকে পছন্দ করতে শুরু করে।


আপনি যতোই ভাবুন না কেন যে- অন্যের জন্য আপনি কিছু করছেন কিংবা করে যাচ্ছেন, অধিকাংশ ক্ষেত্রেই সেই মানুষগুলো তা বুঝতে পারবে না। তাই বরঞ্চ উচিত হবে তাদের থেকে কোন কিছুর আশা না করা; নইলে আপনাকে দুঃখ পেতে হবে।


বিশ্বস্ততা অর্জন করতে হলে আপনাকে অনেক বছরের সাধনা করতে হবে, অথচ মাত্র এক সেকেন্ডের ব্যবধানে আপনার উপর থেকে সমস্ত বিশ্বাস উঠে যেতে পারে। সুতরাং বুঝে শুনে চলাই মঙ্গল।


জীবনে আপনি কি কি পেয়েছেন তা আপনি হামেশাই ভুলে যাবেন, কিন্তু কি কি হারিয়েছেন তা বারেবারে মনে পড়ে আপনার মনকে ক্ষত বিক্ষত করবে। সুতরাং সবসময় অতীতের ভালো দিকগুলো মনে করবেন, খারাপ কিছু ভেবে নিজেকে অযথা কষ্ট দিবেন না।


চোখের সামনে যাদেরকে দেখছেন তাদেরকে আগামিকাল সকালবেলা আর দেখতে পাবেন কিনা তার কোনও নিশ্চয়তা নেই। তাই কারো সাথে দ্বন্দ্ব থাকলে শেষ বিদায় হয়ে যাবার আগেই সম্পর্কটা সুন্দর করে নিন। যা কিছু হয়েছে তা ভুলে যান। শুধু মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসুন। দেখবেন আপনার নিজের অজান্তেই আশপাশের মানুষগুলো আপনাকে ভালোবাসতে শুরু করেছে।


ভালোবাসা হচ্ছে এমন যখন কেউ আপনার হৃদয় ভেঙ্গে দেয়। আর সবচেয়ে আবাক বিষয় হচ্চে, আপনি সেই হৃদয়ের প্রতিটি ভাঙ্গা টুকরো দিয়ে তাকে ভালবাসেন। কেউ তোমাকে পছন্দ করবে এই আশায় নিজেকে পরিবর্তন করে ফেলো না। তুমি যেমন আছ তেমনই থাকার চেষ্টা করো, যে তোমাকে সত্যিকার অর্থেই ভালবাসবে সে সত্যিকারের তোমাকেই ভালবাসবে।
  

ভালোবাসার জন্য কালের প্রয়োজন নেই, একটি মুহুর্তই যথেষ্ট। একজন প্রকৃত প্রেমিক শত শত মেয়েকে ভালবাসে না, বরং সে একটি মেয়েকেই শত উপায়ে ভালোবেসে থাকে। পৃথিবীতে ভালোবাসা না পেয়ে হয়ত বেঁচে থাকা যায়, কিন্তু ভালো না বেসে বোধকরি বেঁচে থাকা যায় না।


আবেগের বশীভূত হয়ে ভালোবাসার জন্য জীবনটা শেষ করে দেয়ার অর্থ- ভালোবাসার মানুষের পাশাপাশি আপনজনদেরকে সারাজীবনের জন্য হারানো, সেইসঙ্গে ভালোবাসার মানুষকে অপরাধী বানিয়ে চলে যাওয়া। প্রেমে ব্যর্থ হয়ে নিজেকে বিসর্জন দেয়ার নাম জীবন নয়, তার জন্য লড়াই করে নিজেকে প্রতিষ্ঠিত করার নাম জীবন।


খুব তুচ্ছ কারনে যে কারো প্রতি ভালো লাগা তৈরি হতে পারে। কোন মেয়ের ভূবন ভুলানো হাসি দেখে এক মুহুর্তেই তাকে ভালো লেগে যেতে পারে। কিংবা রাস্তায় চলতে ফিরতে সুন্দরী কোন মেয়েকে এক পলক দেখেই যে কোন ছেলের হার্টবিট মিস হয়ে যেতে পারে। অথবা কোন ছেলে খুব সুন্দর করে গুছিয়ে কথা বলে, কিংবা গিটার বাজিয়ে, গান শুনিয়ে কোন মেয়েকে মুগ্ধ করে দিতে পারে। আর তাতে ছেলেটার প্রতি মেয়েটার এক ধরনের অনুভূতি তৈরি হয়। এই অনুভূতিগুলোকে আসলে ভালো লাগা বলে। ভালোবাসা নয়। ভালোবাসা এত সহজে হয়না। একজন মানুষের জন্য ভালোবাসা তৈরী হয় খুব ধীরে ধীরে।


চাইলেই যে কাউকে ভালোবাসা যায়না। চাইলেই যে কাউকে ভালোবাসি বলা যায়না। চাইলেই সব ছেড়ে ছুঁড়ে কেউ একজনের হাত ধরে দূরে কোথাও পালিয়ে যেতে ইচ্ছে করেনা। চাইলেই কেউ একজনের জন্য পুরো পৃথিবীর বিপক্ষে চলে যাওয়া যায়না। সেই কেউ একজন টা খুব স্পেশাল একজন মানুষ হয়। যাকে শুধু ভালোবাসাই যায়। চোখ বন্ধ করে যার উপর নির্ভর করা যায়।


ভালোবাসার যে অনুভূতি খুব তাড়াতাড়ি তৈরি হয় তা হারিয়েও যায় খুব দ্রুত। অনুভূতি হারিয়ে গেলে সে মানুষটাও কিছু না বলে চুপি চুপি আপনার জীবন থেকে হারিয়ে যায়। তখন বুঝতে হবে আপনার প্রতি তার কখনো ভালোবাসা ছিল না। যা ছিল তার পুরোটাই ছিল ভালো লাগা। কারন যাকে ভালোবাসা যায় হুট করে রাস্তার মাঝখানে তার হাত ছেড়ে দিয়ে দূরে চলে যাওয়া যায়না। বেশিরভাগ মানুষই ভালো লাগা এবং ভালোবাসার মধ্যে পার্থক্য বের করতে পারেনা। আর তাইতো অভিমানী মেয়েটা আজও প্রতীক্ষা করে। নির্ঘুম রাতে বিছানায় শুয়ে ছটফট করে। আর তাইতো বোকা ছেলেটা অক্সিজেনের বদলে বুক ভরে নিকোটিন নেয়। রাত গভীর হলে মেয়েটার নাম্বার বন্ধ জেনেও সে নাম্বারে বার বার ফোন করে অস্থির সময় কাটায় ভালবাসা হল,বিসর্জন,নিজেকে বিলিয়ে দেয়া,উজার করে দেয়া কারু জন্যে ।


ভালবাসা হলো, মনের মাঝে কারু ছবি একে রাখা,তার যত্ন করা, তাকে মূল্যায়ন করা, তার সম্মান রক্ষা করা,ভালবেসে যাওয়া । ভালবাসা হল,বেচে থাকার আশায় বেচে থাকা,যে বেচে থাকার আশা জাগায় তাকেই ভালবাসা, তার কাছেই নিজেকে সপে দেয়া। ভালবাসা কোন ওয়াদা রক্ষা নয় । ভালবাসা হল,কারু প্রতি বিশ্বস্ত থাকা । শুধু তাকেই ভালবাসি,এ বিশ্বাসেই তার হাতটা ধরা । তাকে নিয়ে স্বপ্ন দেখা নয়,তার স্বপ্ন গুলোকে পুরন করা । মাইলের পর মাইল এক সাথে হাটে যাওয়া, কিংবা ঘণ্টার পর ঘন্টা কারু জন্যে আপেক্ষার নাম ভালবাসা নয় । ভালবাসা হল, হৃদয়ের সাথে মিশে থাকা, কারু অস্তিত্তের উপস্থিতি নিজের মাঝে ধারন করা । নিঃশ্বাসে নিঃশ্বাসে শুধু তাকেই অনুভব করা, তার ছোট থেকে ছোট চাওয়া গুলো, পুরন করার আস্থিরতা, তার ভালমন্দ সবখানেই নিজেকে খুজে পাওয়া ।


ভালবাসা হল, কাউকে দেখার ইচ্ছাই, মনটা ব্যাকুল হয়ে উঠা, তার ভাবনাই জেগে থাকা, নিজের সুখটাকে তার মাঝেই বিলিয়ে দিয়ে একটুখানি হাসি এটে দেয়া আর সব থেকে বড় কথা ভালবাসা হল, সারাটা জীবন তার পাসে থাকা।


সর্বপরি সবার প্রেম সফলও হয় না। প্রেমে ব্যর্থ হলে নিজের জীবন নষ্ট করে দেয়ার মানে নেই। আবেগকে নিয়ন্ত্রণ করে বাস্তবতাকে মেনে নিতে শিখতে হবে। পৃথিবীতে প্রেম অল্পতেই শেষ হয় না। প্রেম জীবনে একবারও আসে না। প্রেম জীবনে বহুবার বহুরুপে আসে।


তুমি যদি ভালবাসো মন থেকে যেখানে থাকেনা দৈহিক চাহিদা প্রথম শর্ত, যেখানে ভালবাসার ভবিষ্যত নির্ভর করে না লাভ ক্ষতির হিসেবের উপর সেখানে ভালবাসা কোন ভাবেই শুধু সময়ের উপর নির্ভর করতে পারেনা। মিথ্যে সার্থে ভরা তিন বছরের ভালবাসাও অর্থহীন তিন দিনের সত্যিকার ভালবাসার কাছে।


ভালবাসা ভালবাসাই এবং এর অনুভুতি সবসময়ের জন্য একই । সময় এখানে একমাএ অথবা প্রধান কারন নয়। বাস্তবতার বেড়াজালে যখন ভালবাসার মানুষ দুজন একে অন্য থেকে হয় বিচ্ছিন্ন, যখন মনের হাজার ইচ্ছাও দুটি মানুষকে রাখতে পারেনা কাছাকাছি তখন কিন্তু তাদের মধ্যে তীব্র বেদনার তৈরী হয়। কন্তু এই বেদনাটাকে যদি আমরা বিশ্লেষন করি তাহলে কি দেখতে পাই? দেখতে পাই যে তারা একজন আর একজনকে খুব মিস করতেছে, মিস করতেছে তাদের হাসি,কান্না,খুনসুটি। হয়ত তারা চোখও মোছে মনের মানুষের কথা ভেবে। আবার তাদের নির্মল আনন্দের উপলক্ষ্য এই কষ্টময় বেদনাটুকুই। তারা এটা ভেবে খুশি হয় যে তার ভালবাসার মানুষটি তাকে কত মিস করতেছে, তাকে নিয়ে কত ভাবতেছে, তার জন্য কথা জমিয়ে রাখতেছে। তারা ভেবে খুবই পুলকিত হয় যে তারা একজন আরএকজনকে কত ভালবাসে।


সত্যি বেদনাও মানুষকে আনন্দ দিতে পারে, দিতে পারে মনের মানুষকে নিয়ে গর্ব করার সুখময় সুযোগ। আর এই আনন্দই দুটি মানুষকে করে আরো রঙ্গিন, ভালবাসা করে আরো পরিণত।


ভালোবাসা মানে সম্পর্ক, মানুষে মানুষে বিশ্বাসের ভিত্তি। ভালোবাসার অনেক রূপ। যেমন ভাই-বোনের ভালোবাসা, বাবা-মায়ের ভালোবাসা। পরিবারে একটা পশুর প্রতিও ভালোবাসা হতে পারে। যেমন অনেকে কুকুর পোষে, বিড়াল পোষে, অ্যাকুরিয়ামে মাছ রাখে, পাখিকে কথা বলতে শেখায়। এ সবকিছুই ভালোবাসার বহিঃপ্রকাশ। কেউ কেউ ভালোবাসা থেকে গাছ লাগায়, গাছের পরিচর্যা করে। মানুষের প্রতি গাছের ভালোবাসা আছে কিনা জানি না। হয়তো আছে।একটার পাশে গিয়ে তুমি পরিচর্যা করছ, খোঁজ নিচ্ছ দেখবে সেটি তাড়াতাড়ি বড় হয়ে উঠছে। অন্যটির কোনো খোঁজ নাওনি। তাই সে বেড়ে উঠছে না। এটা কিন্তু পরীক্ষিত। এর থেকেই বোঝা যায় গাছেরও অনুভূতি আছে।


ভালোবাসা শুধু নর-নারীর প্রেমের মধ্যেই সীমাবদ্ধ নয়। মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের মধ্যেই ভালোবাসার প্রকাশ ঘটে। একজন রাজনীতিবিদকে মানুষ ভালোবাসে। তাকে হয়তো সামনাসামনি কোনোদিন দেখেওনি। তবুও ভালোবাসে। কেন? শ্রদ্ধাবোধ থেকে ! একেকজনের ভালোবাসার বহিঃপ্রকাশ তো একেক রকম। কারওটা সফট। কারও বেলায় খুবই অ্যাংরি। কারওটা কখনও কখনও স্বেচ্ছাচারিতার পর্যায়েও পড়ে। সে অধিকার খাটায়।


ভালোবাসার ঘনত্ব বেশি হলেই সেটাকে প্রেম বলা যায়। উদাহরণ দিয়ে বলি। একটি মেয়েকে আমার ভালো লাগে, তাকে ভালোবাসি। এই অনুভূতি যখন গাঢ় হয় তখন সেটাকে প্রেম বলা যেতে পারে।


নোটঃ পৃথিবীর শুরু থেকে ভালোবাসা ছিল, আছে এবং থাকবে। তবে আমাদের মনে রাখতে হবে ভালোবাসার প্রধান ঔষধ হলো একে অন্যের প্রতি বিশ্বাস রাখা এবং যে নিজেকে ভালোবাসে না সে অন্যকে ভালোবাসতে পারে না।

Post a Comment

If you have any information to know ? Please comment.

Previous Post Next Post