Advice For Employees


In the ongoing tax crisis, many employees have already lost their jobs or are in danger of losing them. This is a situation we have never seen in our lives. But I believe that if you can follow some advice, it will be of some benefit in this crisis.


The first thing to remember is that you are not to blame for this disaster. If you have been laid off, don't think that you have made the incompetent overall business situation irrelevant to many skilled and well-managed managers at the moment. The thing is that if there is no water in the river, even the best boatman will not have any work. Don't think of yourself for this situation, keep your faith intact. Don't lose hope, never lose hope. You have to believe that this crisis will be fixed in a year or two if it is too much.


This is nothing but temporary suffering, this crisis will end. Limit your household expenses now. Talk openly with your family about reducing costs. Avoid shopping for anything that is not essential. Now calculate how much cash you have, such as cash, bank balance, gold and silver. Have a clear idea of ​​your financial capabilities. Make a plan and write down your essential expenses for the next one (01) year such as daily necessities like food, house rent, children's education expenses, daily necessary medical expenses.


Also avoid unnecessary expenses for the next one (01) year. Be prepared to survive by eating two meals a day and not be ashamed. Because this crisis has come down in the lives of many people like you. If you can't rent your current home. Then rent a little less house now. Or you may be thinking of renting a home jointly with another family who is in financial trouble.


First of all, you have to remember that you are not to blame for this disaster. You are not alone in this situation. If the cost of educating your child is high, plan to reduce it. Change schools if needed. Explain to the children why you have to do this, they will understand. Don’t take any loans or debts right now and have a little trouble. Don't use a credit card unless you need it too much.


Borrowing money will only increase your anxiety. Absolutely as a last resort you can use it for loans or credit cards. Keep in regular contact with people in your professional network. Don't be ashamed to talk about the job for you and keep asking. Your main goal will be to get back to work as soon as possible. If you find any work, grab it. Don't worry about how much you get paid. If you think that, you can't pay attention to the job you got.


Whatever the case may be, whenever the crisis is over, there will be many great opportunities for you. Get into a job as soon as possible without finding a job of your choice, regardless of salary. Keep up the good work, keep up the good content, and keep up the good content. Honestly earned, do the work that you will not be ashamed. Bad times come in everyone's life and it is a sign of skill to deal with it with courage.


Note: During the Corona War, take care of yourself and your family, stay healthy and stay at home. If you are healthy and you are skilled, then the job is waiting for you but if you are not healthy then nothing will work. Remember in this Corona War you and I are just a (01) number to the government but to your family you are a world.


#coronawar #fakhrulalam #lifeissimplebd #bangla #gold #bd #stayhome #advice #employees #cash #bankbalance #lone #silver #benefit #work #skilled #jobs #stayhealthy #family #creditcard


চাকরিজীবীদের জন্য পরামর্শ


চলমান করোনাময় সঙ্কটে অনেক চাকরিজীবীরা ইতিমধ্যে তাদের চাকরি হারিয়েছেন অথবা হারানোর ভয়ে আছেন। এটি এমন একটি পরিস্থীতি যা আমরা আমাদের জীবনদশায় কখনো দেখিনি। তবে কিছু পরামর্শ যদি মেনে চলতে পারেন তাহলে এই সংকটে কিছুটা উপকার হবে বলে আমার বিশ্বাস।


সর্ব প্রথমে যেটা মনে রাখতে হবে, এই দুর্যোগে আপনার কোন দোষ নেই যদি আপনাকে ছাঁটাই করা হয়ে থাকে তাহলে ভাববেন না আপনি অদক্ষ সামগ্রিক ব্যবসা পরিস্থিতি এই মুহূর্তে অনেক দক্ষ এবং ভালো কাজ করে আসা ম্যানেজারদের পর্যন্ত অপ্রাসঙ্গিক করে ফেলেছে। ব্যাপারটা এমন যে নদীতে যদি পানি না থাকে তাহলে সব থেকে ভালো মাঝিরও কোন কাজ থাকবে না। এই অবস্থার জন্য নিজেকে তাই ভাববেন না নিজের প্রতি বিশ্বাস অটুট রাখুন। আশা হারাবেন না, কখনোই আশা হত হবেন না। আপনি বিশ্বাস করুন যে এই সংকট একবছর অথবা খুব বেশি হলে দুই বছরের মধ্যে ঠিক হয়ে যাবে।


এটি সাময়িক সময়ের জন্য কষ্ট ছাড়া আর কিছুই নয়, এই সংকট শেষ হবেই। আপনার সংসারের খরচ এখনই সীমিত করে ফেলুন। খরচ কমানো সংক্রান্ত বিষয় নিয়ে আপনার পরিবারের সবার সাথে খোলাখুলি কথা বলুন। অত্যাবশ্যকীয় নয় এমন যেকোনো কিছু কেনাকাটা পরিহার করে চলুন। আপনার কাছে কি পরিমাণ নগদ টাকা আছে যেমনঃ নগদ টাকা, ব্যাংক ব্যালেন্স, স্বর্ণ এবং রুপা আছে তা এখনি হিসাব করে লিখে রাখুন। আপনার আর্থিক সক্ষমতা সম্পর্কে পরিষ্কার ধারনা রাখুন। পরবর্তী এক (০১) বছরের জন্য আপনার অত্যাবশ্যকীয় খরচ যেমনঃ নিত্য প্রয়োজনীয় খাদ্য, বাড়িভাড়া, বাচ্চাদের শিক্ষার খরচ, নিত্য প্রয়োজনীয় চিকিৎসা খরচ, যদি লাগে এইসব সম্পর্কে একটি পরিকল্পনা করে ফেলুন এবং লিখে রাখুন।


এছাড়া প্রয়োজনীয় নয় এমন খরচ পরবর্তী এক (০১) বছরের জন্য এড়িয়ে চলুন। দুই বেলা খেয়ে বেঁচে থাকার জন্য প্রস্তুত হতে হবে এবং লজ্জিত হবেন না। কারন আপনার মত বহু মানুষের জীবনে এই সংকট নেমে এসেছে। আপনি যদি আপনার বর্তমান বাসা ভাড়া দিতে না পারেন। তাহলে এখনি আর একটু কমে বাসা ভাড়া নিয়ে ফেলুন। অথবা আপনি অন্য একটি পরিবারের সাথে যৌথভাবে বাসা ভাড়া নিয়ে শেয়ার করে থাকা কথা চিন্তা করতে পারেন।যারা আর্থিক ভাবে সমস্যায় পড়েছেন।


সর্ব প্রথকে যেটা মনে রাখতে হবে, এই দূর্যোগে আপনার কোন দোষ নেই। আপনি একা নন এই অবস্থায়। যদি আপনার বাচ্চা শিক্ষার খরচ বেশি হয়ে থাকে তাহলে সেটা কমানোর পরিকল্পনা করুন। যদি দরকার হয় স্কুল পরিবর্তন করুন। সন্তানদের বুঝিয়ে বলুন কেন এটা আপনাকে করতে হচ্ছে, তারা অবশ্যই বুঝবে। এই মুহূর্তে কোন ঋণ বা দেনা করবেন না এবং একটু কষ্ট করুন। ক্রেডিট কার্ড খুব বেশি দরকার না হলে ব্যবহার করবেন না।


ঋণ নিলে সেটা আপনার আরও দুশ্চিন্তা বাড়াবে। একেবারে শেষ উপায় হিসেবে আপনি ঋণের জন্য বা ক্রেডিট কার্ড ব্যবহারের করতে পারেন। আপনার পেশাগত নেটওয়ার্কের মানুষদের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন। লজ্জা না পেয়ে আপনার জন্য চাকরির কথা বলুন এবং চাইতে থাকুন। আপনার প্রধান লক্ষ্য থাকবে যত দ্রুত সম্ভব কাজে ফেরা। যে কোন কাজ পেলে তা লুফে নিন। আপনি কত বেতন পেতেন তা নিয়ে ভাববেন না। তা ভাবলে যে কাজ পেয়েছেন তাতে মনোযোগ দিতে পারবেন না।


অবস্থা ভালো হোক, যখনই সংকট কেটে যাবে আপনার জন্য অনেক বড় বড় সুযোগ আসবে। আপনার পছন্দের কাজ না খুঁজে যত তাড়াতাড়ি সম্ভব যে কোন একটা জবে ঢুকে পড়ুন, বেতন যাই হোক না কেন। কাজ করতে থাকুন, নেটওয়ার্কিং করুন এবং পাশাপাশি অন্য ভালো কাজের জন্য যোগ করতে থাকুন। সৎ উপার্জন হয় এমন, যে কাজ পাবেন তাই করুন লজ্জা পাবেন না। সবার জীবনে খারাপ সময় আসে এবং সাহস নিয়ে মোকাবিলা করা দক্ষতার পরিচয়।


নোটঃ করোনা যুদ্ধ চলাকালীন সময়ে নিজেকে এবং পরিবারকে সাবধানে রাখুন, সুস্থ থাকুন ও ঘরে থাকুন। নিজে যদি সুস্থ থাকেন এবং আপনি যদি দক্ষ হয়ে থাকেন, তাহলে আপনার জন্য চাকুরী অপেক্ষা করছে কিন্তু যদি আপনি সুস্থ না থাকেন তাহলে কোন কিছু কাজে আসবে না। মনে রাখবেন এই করোনা যুদ্ধে আপনি এবং আমি সরকারের কাছে মাত্র একটি (০১) সংখ্যা কিন্তু আপনার পরিবারের কাছে আপনি একটি পৃথিবী।

Post a Comment

If you have any information to know ? Please comment.

Previous Post Next Post