Mother's Day


Today is Mother's Day for those of us who have children. But do mothers have a day? From pregnancy begins the movement of the device called mother. From the fetus we slowly grow up and the mother's happy pain begins. And the only day for these mothers is "Mother's Day". Oh brother, not a day for mothers, there should be moments, every moment. Every moment you breathe, every moment thanks to your mother.

Well think about it:

When he sees someone other than "Mother" talking about cutting his stomach, Thataiya will give him a slap. And only "Mother" can go to Caesar's table with a smile.

Only mothers can think of feeding me milk with a sore body when I regain consciousness.

If you see someone else sitting on our bed pissed off, show up under the pretext of work. Only "mother" can lie on our piss all night and caress us with a smile.

"Mother" is the only mother who can give us a beautiful figure to bring us into the world. By making my favorite food, "Mother" can sleep without eating her own food in laziness.

Only the "mother" can sew her own clothes to meet the cost of our education and to meet her whims and collect the examination fee by borrowing from others. Because my child will grow up.

Only "mother" can save money from father's pocket and pay for picnic quietly. And many nights back home I see my "mother" sitting with food for me.

When I returned home late at night, my only "mother" would knock on the door and tell me to come home early.

However, it is difficult, in today's modern society, we are leaving our beloved parents in the old age home, which is very difficult to hear and see.

Note: "Mother" is the basis of all virtues, not to mention. "Mother" is the only and ultimate refuge in this world. However, "Father"s is no less but does not express.

#fakhrulalam #mother #mothersday #father #mom #lifeissimplebd #lifeissimple #children #daughter #fakhrul #bd #bangladesh #bangla #love


মা দিবস

আমরা যারা সন্তান তাদের জন্য আজ মা দিবস। কিন্তু মায়েদের কি কোন দিবস আছে? গর্ভধারণ থেকে শুরু হয় মা নামক যন্ত্রের পথচলা। ভ্রুণ থেকে আমাদের ধীরে ধীরে বড় হওয়া আর মায়ের সুখমিশ্রিত যন্ত্রণার শুরু। আর এই মায়েদের জন্য একটা মাত্র দিন "মা দিবস" আরেহ ভাই,  মায়েদের জন্য দিবস নয়, মুহুর্ত থাকা উচিৎ, প্রতি মুহুর্ত।  যতবার আপনি নিঃশ্বাস নিচ্ছেন, প্রতিটা মুহুর্ত আপনার মায়ের বদৌলতে।


আচ্ছা ভেবে দেখুনঃ

"মা ছাড়া" আর অন্য কাউকে পেট কাটার কথা বলে দেখেন, ঠাটাইয়া একটা চড় দিবে। আর একমাত্র "মা" হাসিমূখে সিজারের টেবিলে যেতে পারেন।

জ্ঞান ফিরেই ব্যাথায় কাতর শরীর নিয়ে আমাকে শালদুধ খাওয়ানোর কথা ভাবতে একমাত্র মায়েরাই পারেন।

আমাদের প্রসাব করা বিছানায় অন্য কাউকে বসতে বলে দেখেন, কাজের বাহানায় দেখাবে। একমাত্র " মা" সারারাত আমাদের প্রসাবের উপর শুয়ে হাসিমূখে আমাদের আদর করতে পারেন।

মা আমাদেরকে পৃথিবীতে আনার জন্য  সুন্দর ফিগার জলাঞ্জলি দিতেও একমাত্র মায়েরাই পারেন। আমার প্রিয় খাবার বানিয়ে দিয়ে, অলসতায় নিজের খাবার না খেয়েই ঘুমাতে পারেনমা

একমাত্র " মা" আমাদের লেখাপড়ার খরচ আর আবদার মিটাতে নিজের ছেড়া কাপড় সেলাই করে পরতে পারেন এবং পরীক্ষার ফি অন্যের কাছে থেকে ধার করে জোগাড় করেন। কারণ আমার সন্তান বড় হবে।

একমাত্র "মা" ই পারেন, বাবার পকেটের টাকা বাঁচিয়ে চুপ করে পিকনিকের টাকা দিতে। আর অনেক রাতে বাড়ি ফিরে দেখি আমার জন্য খাবার নিয়ে বসে থাকেন আমারমা

গভীর রাতে বাড়ি ফেরার সময় আমাকে একমাত্র "মা" দরজায় আলতো এক টোকাতেই দরজা খুলে দিতে এবং বলতো তাড়াতাজি বাড়িতে আসা ভালো

তবে কষ্ট হয়, বর্তমান আধুনিক সমাজে আজ প্রিয় জনম দুখিনী মা-বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসছি যা, শুনতে দেখতে খুব কষ্ট লাগে।

নোটঃমা হলো সকল গুনের আধার যা, বলে শেষ করার নয়।মাহলো এই পার্থিব জগতের একমাত্র শেষে আশ্রয় স্থল। তবে "বাবা" রাও কোন অংশেই কম নন কিন্তু প্রকাশ করেন না।

Post a Comment

If you have any information to know ? Please comment.

أحدث أقدم