Ò বোনদের উদ্দেশ্যে কিছু পরামর্শ Ó ১। মেয়েরা শরীরের কাপড় চেঞ্জ করার সময় অবশ্যই "বিসমিল্লাহ" বলে নিবেন। নইলে আশেপাশে থাকা ফেরেশতারা লজ্জা পেয়ে চলে যাবে এবং জ্বীনরা আপনার সব দেখে ফেলবে ও কুদৃষ্টির প্রভাব পড়বে। ২। আপনি যখন ওয়াশরুমে যাবেন, যাওয়ার আগে অবশ্যই দোয়া পড়ে নিবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা আপনার ও জ্বীনদের মধ্যে একটি পর্দা তৈরী করে দেবে। এতে করে খারাপ জ্বীন গুলো আপনাকে ইভটিজিং করতে পারবেনা ও কুদৃষ্টির প্রভাব পড়বে। ৩। কোথাও কিছু ফেলার আগে বিসমিল্লাহ বলে ফেলবেন। এতে অন্যান্য জীব অথবা সৃষ্টির কোনো অসুবিধা হবে না। ৪। বাহিরে যাওয়ার সময় ঘরে থাকা ফেরেশতাদের সালাম দিয়ে বের হবেন ও দোয়া পরে বের হবেন। যেসব ফেরেশতারা আপনার অনুপস্থিতি তে আপনার ঘরটি পাহারা দিলেন ঘরে এসে তাদের আবারো সালাম দিন। এটা ভদ্রতা এবং ঐ ঘরটিতে রহমাত বর্ষণ হয়। ৫। বেশি বেশি সালাম দেওয়ার অভ্যাস করুন। ছোটদের আগে সালাম দিন। তারা উৎসাহিত হবে। চলার পথে সালাম প্রদান করলে ছোট ছোট ফাড়া অথবা বিপদ কেটে যায়। ৬। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বাচ্চাদেরকে ছোট থেকে মসজিদে পাঠানোর অভ্যাস করুন। দাঁড়িয়ে পানি খেতে দিবেন না বাচ্চাদের, তারা ছোট থেকেই শিখবে। আপনি নিজেও দাঁড়িয়ে পানি খাওয়া বন্ধ করুন। বসে খাবেন, এতে করে পেটের সমস্যা দুর হয় - এটা সুন্নাহ। ৭। ডান কাত হয়ে ঘুমাবেন। এটা সুন্নাহ ও স্বাস্থ্যের জন্য ভালো। ঘুমের আগে অবশ্যই ৩ কুল পড়ে ঘুমাবেন। এটা আপনাকে সারারাত বদ মানুষ ও জ্বীন থেকে হেফাজত করবে, ইন শা আল্লাহ্। ৮। প্রতিরাতে অবশ্যই সুরা মুলক পড়ে ঘুমাবেন। এটা আপনার কবরের জীবনের সাথী, আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে ইন শা আল্লাহ্। ৯। ঘুমের আগে প্রতিদিন বিছানা ঝাড়েন অথচ এটা সুন্নত মনে করে ঝাড়লেই পেয়ে যাচ্ছেন সওয়াব! অনুরূপ ভাবে কাপড় পড়ার আগে অবশ্যই একটু ঝেড়ে নিবেন এটা সুন্নাহ এবং কাপড়ে কোনো পোকামাকড় থাকলেও আপনার ক্ষতি করতে পারবেনা। ১০। খিলখিল করে হাসা বন্ধ করুন। খিলখিল হাসি অথবা অট্ট হাসি মানুষের দৃষ্টি গোচর হয় এবং মুচকি হাসবেন সকলে পছন্দ করে। এটাই সুন্নাহ! ১১। রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসী পড়ে ঘুমাবেন এতে করে শয়তান আপনার নিকট আসতে পারবে না। ৩৩ বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এবং ৩৪ বার আল্লাহ আকবর পড়ে নিবেন। ১২। রাতে ওযু করে ঘুমাবেন এতে করে সারা রাত একজন ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে। ওযু করে ঘুমাতে গেলে নিজেকে ফ্রেস ফ্রেস অনুভব হয়। ১৩। ঘুমানোর আগে সবাইকে মাফ করে দিয়ে এবং আপনি নিজে আল্লাহর কাছে মাফ চেয়ে ঘুমাবেন। আল্লাহ ক্ষমা কারীকে পছন্দ করেন। ১৪। রাতে ঘুমানোর আগে তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করে ঘুমাবেন আপনি যদি ঘুমের কারনে নাও উঠতে পারেন তারপরও তাহজ্জুদ এর সওয়াব পেয়ে যাবেন। ১৫। রাতের খাবার ও ঘুম এশার নামাজের পরে করতে হবে। খাবারের পর একটু হাটা হাটি করতে হবে - এটা সুন্নাহ। ঘুমানো আগে মোবাইল ব্যবহার করবেন না। বিঃ দ্রঃ উপরক্ত আলোচনা গুলো পালন করলে নিজের জীবন যেমন সুন্দর ভাবে পরিচালন করতে পারবে, ঠিক তেমনি অনেক ছোট ছোট গুনাহ থেকে বিরত থাকবে।
"Some suggestions for sisters" 1. Girls must say "Bismillah" when changing their clothes. Otherwise the angels around you will be ashamed and the jinn will see you all and will be affected by evil eye. 2. When you go to the washroom, you must read the prayer before you go. Then Allah Subhanahu wa Ta'ala will make a curtain between you and the jinn. By doing this the bad genes will not be able to eveteasing you and will have the effect of evil eye. 3. Say Bismillah before throwing anything somewhere. It will not be a problem for other creatures or creation. 4. When you go out, you will go out with the salutation of the angels in the house and after the prayers you will go out. Come back and greet the angels who guarded your house in your absence. It is a courtesy and a shower of mercy on that house. 5. Practice saluting more and more. Greet the little ones first. They will be encouraged. Giving salutations on the way removes small cracks or dangers. 6. If you are married, make it a habit to send your children to the mosque from an early age. Don't let children drink water while standing, they will learn from childhood. Stop drinking water by yourself. Eat while sitting, it eliminates stomach problems - it is Sunnah. 7. Sleep on your right side. It is good for Sunnah and health. Before going to sleep, you must fall asleep. It will protect you from evil people and jinn all night long, In sha Allah. 8. Every night you must drink alcohol and sleep. This is your grave life partner, will save you from the torment of the grave In sha Allah. 9. Sweep the bed every day before going to sleep, but it seems to be circumcised jharelai getting thawab! In the same way, before wearing clothes, you must shake it a little. It is Sunnah and even if there are any insects in the clothes, it will not harm you. 10. Stop laughing. Khilkhil laughter or loud laughter is visible to the people and everyone likes to smile. This is Sunnah! 11. Ayatollah Kursi will fall asleep while sleeping at night so that Satan will not be able to come near you. Read 33 times Subhanallah, Alhamdulillah, and 34 times Allah Akbar. 12. Do ablution at night and sleep so that an angel will continue to pray for you throughout the night. When you go to sleep after performing ablution, you feel fresh. 13. Forgive everyone before you go to sleep and you yourself will go to sleep asking forgiveness from Allah. GOD loves the Forgiver. 14. Before going to bed at night, sleep with the intention of performing Tahajjud prayers. Even if you cannot get up due to sleep, you will still get the reward of Tahajjud. 15. Dinner and sleep should be done after Esha prayers. You have to walk a little after eating - this is Sunnah. Do not use mobile before going to sleep. Note: If you follow the above discussions, you will be able to manage your life in a beautiful way, just as you will be able to avoid many small sins. #lifeissimplebd #FakhrulAlam #TipsForWomen #Discussion #HealthTips #lifelineTips #PinkFloyd #F1 #FantasticBeasts #DeniseWelch #BorisBecker #RussiavsUkraine #blog #bloger #UKNEWS #USANEWS #Bangladesh #RussiaNews #UkraineNews #America #OliviaMAFS #RichardOsman

Post a Comment

If you have any information to know ? Please comment.

Previous Post Next Post