New World Is Coming


It is quite certain that the next world of Corona will be a new world. Wherever there is a slight change in the world, from politics, economy to state and social system, there will be partial changes somewhere.


In religious matters, too, the attitude of many people will change. The total number of believers and atheists will change. In the social life, there will be cultural changes in the lives of people. A new chapter in academic reading and research will be unveiled which will accommodate textbooks of different levels of higher education.


The foreign policy of different states of the world will change. The state, which is currently an ally, will turn from an opponent to a rival state. Similarly, the opponent will become an ally of the competing state. Some new regional and international alliances will be formed and some of the old alliances seem to be broken in the field, losing their effectiveness.


Many people will now refer to WHO as a lame institution for not effectively preventing Corona, and the current United States has banned the WHO organization. Law and order situation in many countries will deteriorate.



As a result, separation of criminals will arise in different countries of the world including mafia cycle. This will create terrible terrorist groups like amateur thieves, robbers and murderers in different countries.


Many multinational companies will go bankrupt, especially travel companies and tourism companies will go bankrupt first. In third world countries like Bangladesh, small and medium industries will suffer at a significant rate. As a result, the number of unemployed people will increase. Labor prices will also be likely to fall.


Many companies or companies in the countries where the expatriates earn freely will be pruned by many people. As a result, people working in the Third World to the developed world will be unemployed.


They will choose an extremist political ideal to survive the war on earth. As a result, the ruling governments in many countries will be daring to tackle this extremist organization. There may also be a collapse of two governments, especially in the country.


There is likely to be a revival of socialist or communist doctrine once again on earth.


The cold head war on earth is likely to usher in a new era and a new dimension. The world may see a new equation of power in the near future.


Note: In the coming world, the nation, the religion, the organization, the people of the country who are well educated and aware of patriotism will rule the country and the world.


#theworldiscoming #bd #theworld #fakhrulalam #politics #lifeissimple #bangla #economy #social #articles #fakhrul #change #nation #religion #organization


 নতুন বিশ্ব আসছে


এটা অনেকটাই নিশ্চিত যে, করোনা পরবর্তী বিশ্ব হবে এক নতুন পৃথিবী । যেখানে রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে রাষ্ট্র সমাজ ব্যবস্থায় বিশ্ব ব্যাপী কোথাও আংশিক আবার কোথাও আমূল পরিবর্তন আসবে।


ধর্মীয় ক্ষেত্রেও অনেক মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটবে। আস্তিক নাস্তিকের মোট সংখ্যার পরিবর্তন হবে। সামাজিক জীবনে মানুষের জীবনে যাপনের সংস্কৃতিগত পরিবর্তন আসবে। একাডেমিক পড়াশুনা গবেষণার নতুন এক অধ্যায় উন্মোচিত হবে যা উচ্চতর শিক্ষার বিভিন্ন স্তরের পাঠ্যপুস্তকে স্থান করে নিবে।


পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের বৈদেশিক নীতি পরিবর্তন হবে। বর্তমানে মিত্র আছে এমন রাষ্ট্র প্রতিপক্ষ থেকে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রে পরিণত হবে। একইভাবে প্রতিপক্ষ থেকে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র মিত্রে পরিণত হবে। নতুন কিছু আঞ্চলিক এবং আন্তর্জাতিক জোট তৈরি হবে এবং পুরাতন কিছু জোট কার্যকারিতা হারাবে ক্ষেত্রবিশেষে ভেঙ্গে যাবে বলে মনে হয়।


বর্তমানে করোনাকে কার্যকরভাবে না রুখতে পারার জন্য WHO কে অনেকেই একটি খোঁড়া প্রতিষ্ঠান বলে অভিহিত করবে এবং বর্তমান যুক্তরাষ্ট্র WHO প্রতিষ্ঠানের প্রতি অর্থ নিষেধাজ্ঞা জারি করেছে। বিভিন্ন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে।


ফলে পৃথিবীর বিভিন্ন দেশে মাফিয়া চক্রসহ বিচ্ছিন্নতা বাদীদের উত্থান ঘটবে। এতে করে বিভিন্ন দেশে অপেশাদার চোর, ছিনতাইকারী খুনীর মত ভয়ংকর সন্ত্রাসী গোষ্ঠী তৈরি হবে।


অনেক বহুজাতিক কোম্পানি একেবারে দেউলিয়া হয়ে যাবে, বিশেষ করে  ভ্রমন সংস্থা পর্যটন শিল্প প্রতিষ্ঠানগুলো সবার আগে দেউলিয়া হবে। বাংলাদেশের মত তৃতীয় বিশ্বের দেশগুলোতে ক্ষুদ্র মাঝারি শিল্প উল্লেখ যোগ্য হারে ক্ষতিগ্রস্ত হবে। ফলে কর্মহীন মানুষের সংখ্যা বাড়বে। শ্রমের দামও কমে যাবার সম্ভাবনা থাকবে।


যে সকল দেশ থেকে প্রবাসীরা অবাধে আয় করতো সেসব দেশের অনেক কোম্পানি বা প্রতিষ্ঠান প্রচুর লোক ছাঁটাই করবে। ফলে তৃতীয় বিশ্ব থেকে উন্নত বিশ্বে কাজ করতে যাওয়া লোকজন কাজ হারিয়ে বেকার হয়ে পড়বে।


পৃথিবীর জীবন যুদ্ধে টিকে থাকার জন্য তারা কোন উগ্রবাদী রাজনৈতিক আদর্শ বেছে নিবে। ফলে বিভিন্ন দেশে ক্ষমতাসীন সরকারগুলো এই উগ্রবাদী সংগঠনকে সামলাতে হিমশিম খাবে। ক্ষেত্র বিশেষে দেশভেদে দু'একটা সরকারের পতনও ঘটতে পারে।


পৃথিবীতে আরও একবার সমাজতান্ত্রিক বা সাম্যবাদী মতবাদ পুনরায় উজ্জীবিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।


পৃথিবীতে খুব সম্ভবত ঠান্ডা মাথার যুদ্ধ নতুন আংগিকে নতুন মাত্রায় নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে। বিশ্ব নিকট ভবিষ্যতেই হয়তো ক্ষমতার নতুন সমীকরণ দেখা যাবে।


নোটঃ আগামীর পৃথিবীতে যে জাতি, যে ধর্ম, যে সংগঠন, যে দেশের জনগণ সুশিক্ষিত এবং দেশেত্ব বোধ জাগ্রত থাকবে তারা দেশ ও পৃথিবী শাসন করবে।


Post a Comment

If you have any information to know ? Please comment.

أحدث أقدم