Enjoy yourself every day


Michael Jackson wanted to live 150 years, wore gloves and a face mask when he shook hands with someone, and hired 12 doctors at home to look after him, examining and feeding him daily from head to toe and feeding him food in the laboratory. Would have.


Michael Jackson employed 15 people every day to exercise. Moving on to live 150 years, he slept in an oxygen-rich bed. He has prepared an organ donor for himself. Those who bore all the expenses themselves, so that they were always ready to donate kidneys, lungs, eyes and various organs of the body in case of sudden need. He couldn't even try so hard, he lost even at the age of 50. On June 25, 2009, his heart stopped beating. Attempts by 12 doctors in his house did not work. All the doctors in Los Angeles and California tried together but could not save him. For the last 25 years of his life, he did not take a single step without the advice of a doctor. He who dreamed of living for 150 years, his dream remained elusive.


The live broadcast of Michael Jackson's last farewell saw 2.5 million people watching the news, making it the largest live broadcast in the history of the world. On the day of his death, June 25, 2009, at 3.15 pm, the instant messengers of Wikipedia, Twitter and AOL were shut down. Millions of people searched Google at the same time and at the same time Michael Jackson. Google went down for additional search, Google didn't work for about 2.30 minutes.


Michael Jackson went to challenge death, losing to the challenge himself. Leaving the arranged world, the arranged life, instead of the normal death, embraced the arranged death. This is the rule of nature and the gift of nature.


What arrogance, what pride, in this life of two days, one day you will reach death with empty hands, bare feet.

Let's see for a moment:

1. Who are we making happy by showing expensive cars, cars, luxurious marriages.


2. Do we remember what we ate at the wedding two days ago?


3. Why are we working like animals in every moment of life?


4. How many generations for the next generation of food, nurture arrangements?


5. Most of us have two children, some have one and some have no. Ever wondered how much more we need to get in life?



6. Do you think that our children will not be able to earn income, so is it necessary for them to save extra resources?


7. Do we spend 5 percent of our monthly income for our own happiness and joy?


8. Are we finding happiness in life as we make money? The answer is no, just no more. Thinking about it may stop our insomnia or heart. We should spend our time for our own pleasure. Getting rich is not a crime, just getting rich for money. Life should be controlled, otherwise life will one day control me, you.


Note: The one who is born in this world, his death is inevitable. There is continuity of birth but no continuity of death. For example, the eldest son, the eldest daughter, and the youngest son have a total of three children (continuity) but no one can say when death will come to whom. Therefore, it is necessary to live a simple life by accepting that misery will come in life and to raise children as an asset. Life will be lost if property is built.


‘‘Take care of yourself
Give yourself every time
Love yourself‘’.


#MichaelJackson #yourself #lifeissimplebd #fakhrulalam #enjoylife #bd #bangla #bangladesh #exercise #doctors #heart #Jackson #happylife #simplelife #love


প্রতিদিন নিজেকে উপভোগ করুন


মাইকেল জ্যাকসন ১৫০ বছর বাচতে চেয়েছিলেন, কারো সাথে হাত মিলাবার সময় হাতে গ্লপস পরতেন মুখে মাস্ক লাগেতেন এবং নিজের দেখাশুনা করার জন্য বাড়িতে ১২ জন ডাক্তার নিয়োগ করেছিলেন, যারা তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রতিদিন পর্যবেক্ষন পরীক্ষা করতেন এবং খাবার ল্যাব্রেটরিতে পরীক্ষা করে খাওয়ানো হতো।


মাইকেল জ্যাকসনের প্রতিদিন ব্যায়াম করানোর জন্য ১৫ জন লোক নিযুক্ত ছিল। ১৫০ বছর বেঁচে থাকার লক্ষে এগিয়ে চলছিলেন, ঘুমাতেন অক্সিজেন যুক্ত বিছানায়। নিজের জন্য অর্গান ডোনার প্রস্তুত করে রেখেছেলেন। যাদের সমস্ত খরচ নিজে বহন করতেন, যাতে হঠাৎ প্রয়োজন পড়লেই তারা কিডনী, ফুসফুস, চোখ শরীরের বিভিন্ন অঙ্গ প্রদানের জন্য সর্বদা প্রস্তুত ছিল। এতো চেষ্টা করেও তিনি পারলেন না, হেরে গিয়েছিলেন তাও মাত্র ৫০ বছর বয়সে। ২৫ জুন ২০০৯ সালে তার হৃতপিন্ড বন্ধ হয়ে যায়। নিজের ঘরে থাকা ১২ জন ডাক্তারের চেষ্টা কোনো কাজেই লাগেনি। লস-অ্যাঞ্জেলস কালিফোনিয়ার সমস্ত ডাক্তার একত্রেও চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি। জীবনের শেষ ২৫ বছর তিনি ডাক্তারের পরামর্শ ছাড়া একটিও ধাপ ফেলতেন না। যে নিজেকে ১৫০ বছর বাঁচার স্বপ্ন দেখাতেন, তার স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল।


মাইকেল জ্যাকসনের শেষ বিদায়ে সরাসরি সম্প্রচার . মিলিয়ন লোক খবর দেখেছিলেন, যা পৃথিবীর ইতিহাস সবচেয়ে বড় সরাসরি সম্প্রচারন সৃষ্টি করেছিল। তার মৃত্যুর দিন অর্থাৎ ২৫ জুন ২০০৯ সালে, .১৫ মিনিটে ইউকিপিডিয়া, টুইটার . এল এর  ইনস্ট্র্যান্ট ম্যাসেঞ্জার বন্ধ হয়ে গিয়েছিল। গুগোলে লক্ষ লোক একই সাথে এবং একই সময়ে মাইকেল জ্যাকসনকে সার্চ করেছিলেন। অতিরিক্ত সার্চের জন্য গুগোল ডাউন হয়ে গিয়েছিল, প্রায় .৩০ মিনিট গুগোন কাজ করেনি।


মাইকেল জ্যাকসন মৃত্যুকে চ্যালেঞ্জ জানাতে গিয়ে, নিজেই চ্যালেঞ্জের কাছে হেরে গিয়েছিলেন। সাজানো পৃথিবীর, সাজানো জীবন ফেলে, স্বাভাবিক মৃত্যুর পরিবর্তে, সাজানো মৃত্যুকেই আলিঙ্গন করেছিলেন। এটাই নিয়ম প্রকৃতির এবং প্রকৃতির দান।


কিসের অহংঙ্কার, কিসের গর্ব দুই দিনের এই জীবনে একদিন শূন্য হাতে, খালি পায়ে পৌঁছে যাবেন মৃত্যুর কাছে।


এবার একটুভেবে দেখা যাকঃ

১। দামি গাড়ি, গাড়ি, বিলাস বহুল বিয়ে দেখিয়ে কাকে আমরা খুশি করছি।


২। আমাদের কি মনে আছে, দুইদিন আগে কার বিয়েতে কি কি খেয়েছিলাম ?


৩। জীবনের প্রতিটি মুহুর্তে কেন আমরা পশুর মত প্ররিশ্রম করছি ?


৪। আগামী কত প্রজন্মের জন্য খাওয়া দাওয়া, লালন পালনের ব্যবস্থা করে যাবো ?


৫। আমাদের অধীকাংশ মানুষের দুটি করে সন্তান, কারো আবার একটি, আবার কারো নাই। আমাদের জীবনের প্রয়োজন আর কতটা পেতে চাই এটা কি কখনো ভেবেছি ?


৬। কি মনে হয়ে, আমাদের সন্তানেরা আয় করতে পারবে না, তাই তাদের জন্য অতিরিক্ত সম্পদ জমানোটা কি এতোই দরকার ?


৭। আমরা কি মাসিক আয়ের ভাগ নিজের খুশি এবং আনন্দের জন্য ব্যয় করি ?


৮। আমরা অর্থ উপার্জনের সাথে সাথে জীবনের আনন্দ কি খুঁজে পাচ্ছি ? উত্তর হবে না, শুধু না আর না। ভাবতে ভাবতে হয়তো আমাদের অনিদ্রা কিংবা হার্ট বন্ধ হয়ে যাবে। নিজের আনন্দের জন্যে আমাদের সময় ব্যয় করা উচিত। ধনী হওয়া অপরাধ নয়, কেবল অর্থের জন্য ধনী হওয়া অপরাধ। জীবনকে নিয়ন্ত্রন করা উচিত, না হলে জীবন একদিন আমাকে, আপনাকে নিয়ন্ত্রন করবে।


নোটঃ এই পৃথিবীর যার জন্ম আছে, তার মৃত্যু অবধারিত। জন্মের ধারাবাহিকতা আছে কিন্তু মৃত্যুর ধারাবাহিকতা নাই। যেমনঃ বড় ছেলে, মেজো মেয়ে, এবং ছোট ছেলে মোট তিন জন সন্তান (ধারাবাহিকতা) কিন্তু কখন কার কাছে মৃত্যু আসবে কেউ বলতে পারবে না। তাই জীবনে দুঃখ - কষ্ট আসবে তা মেনেনিয়ে সহজ সরল ভাবে জীবন যাপন করতে হবে এবং সন্তানগুলোকে সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। সম্পত্তির গড়তে হলে জীবন হারিয়ে যাবে।


নিজের প্রতিন যত্ন নিন
নিজের প্রতিন সময় দিন
নিজেকে ভালোবাসুন।

2 Comments

If you have any information to know ? Please comment.

Post a Comment

If you have any information to know ? Please comment.

Previous Post Next Post