When you hear the word EID, it is as if a feeling of joy comes. EID means joy, EID means happiness, EID means exchange of greetings. EID means going out with friends. Communicating with relatives. These issues are interrelated. The word EID has two meanings. One EID means joy, another EID means coming back again and again. EID is such a joyous festival that comes back twice a year.
Especially the issue of EID -UL-FITOR, but for a very happy
reason, we wait for 29 or 30 days to do one day, two days and three days. That
is why the Prophet (peace and blessings of Allah be upon him) said: It is a joy
to celebrate EID by taking food on the 1st of Sawal and the second joy is
meeting the Creator waiting for us in the Hereafter.
The SUNNAHS to be observed on the day of EID-UL-FITOR:
1.
Recitation of TAKBEER from the time of EID to the time of EID prayer.
2. FITRA
must be performed before the EID prayer. If you give FITRA after the EID
prayer, you will not get the reward of FITRA.
3. Bathing
in the morning on the day of EID. You don't just have to take a bath, you have
to take a bath in a beautiful and clean way.
4. Wear new
or better clothes. Whoever has the means, to clean it and wear it beautifully.
5. Using perfume. Such as perfume, surma etc.
6. Eating
sweets before going to EID GAH. Such as: Khejur, Finni, Payesh, Semai etc.
7. Going to EID
GAH on one road and coming back by another road. So that greetings are
exchanged with many people.
8. Going to EID
GAH with everyone in the family including women and children. The veil is
essential for women.
9. Praying
two RAKATS and these two RAKATS are obligatory.
10.
Listening to the sermon. This EID KHUTBA must be listened to attentively.
11. Exchange
of greetings (social and physical distance must be maintained in this corona
situation).
Note: This EID is more joyful for the fasting people.
However, this EID is not for those who have not fasted for a month without any
reason. If anyone does not go to the EID GAH during this corona situation, he
must perform the EID prayer at home.
#eidulfitor
#eidmobarak #ramadanmobarak #fakhrulalam #bangla #bd #lifeissimplebd #takbeer
#joyful #corona #khutba #eidgah #perfume
ঈদ শব্দটা শুনলেই কেমন যেন একটা আনন্দ আনন্দ ভাব চলে আসে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে শুভেচ্ছা বিনিময়। ঈদ মানে বন্ধুদের সাথে বেড়াতে যাওয়া। আত্নীয় স্বজনের সাথে যোগাযোগ করা। এই বিষয়গুলো একে অপরের সাথে জড়িত। ঈদ শব্দটির দুই অর্থ হয়ে থাকে। একটি ঈদ মানে আনন্দ, আরেকটি ঈদ মানে বারবার ফিরে আসে। ঈদ এমনি একটি আনন্দ উৎসব
যা বছরে দুইবার ফিরে আসে।
বিশেষ করে ঈদুল ফিতরের বিষয়টা
কিন্তু খুব বেশি আনন্দঘন কারণের জন্য আমরা একদিন দুইদিন তিনদিন করতে করতে প্রায় ২৯
বা ৩০ দিন পর্যন্ত অপেক্ষা করি এজন্য বিশ্ব
নবী (সঃ) বলেছেন যারা সিয়াম পালন করে তাদের জন্য দুটি আনন্দের বিষয় তারা যখন ২৯ বা
৩০ দিন রোজা রেখে তারপর সাওয়ালের ১ তারিখে খাবার গ্রহণের মধ্য দিয়ে ঈদ পালন করে এটা
আনন্দ আর দ্বিতীয় আনন্দ হচ্ছে আখেরাতে আমাদের জন্য অপেক্ষা করছে সৃষ্টিকর্তার সাথে
সাক্ষাৎ।
ঈদ-ঊল-ফিতরের দিনে যে সুন্নাতগুলো পালন করতে হয়ঃ
১। ঈদের চাঁদ দেখার পর থেকে ঈদের সালাত আদায় করা পর্যন্ত তাকবীর পাঠ করা।
২। ফিতরা আদায় করতে হবে এবং তা ঈদের সালাত আদায় করার পূর্বে।
ঈদের সালাতের পর ফিতরা প্রদান করলে ফিতরার যে সোয়াব তা পাওয়া যায় না।
৩। ঈদের দিন সকালে গোসল করা। শুধু গোসল করলেই হবে না সুন্দর
ও পরিষ্কার ভাবে গোসল করতে হবে।
৪। নতুন বা উত্তম পোষাক পরিধান করা। যার যা সার্মথ আছে,
তা পরিষ্কার পরিছন্ন করে সুন্দর ভাবে পরিধান করা।
৫। সুগন্ধি ব্যবহার করা। যেমনঃ আতর, সুরমা ইত্যাদি।
৬। ঈদ গাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় খাবার খাওয়া। যেমনঃ
খেজুর, ফিন্নী, পায়েশ, সেমাই ইত্যাদি।
৭। এক রাস্তায় ঈদ গাহে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফিরে
আসা। যাতে করে অনেক লোকের সাথে শুভেচ্ছা বিনিময় হয়।
৮। নারী শিশুসহ পরিবারের সবাইকে নিয়ে ঈদ গাহে যাওয়া। নারীদের
ক্ষেত্রে পর্দা অপরিহার্য।
৯। দুই রাকাত সালাত আদায় করা এবং এই দুই রাকাত সালাত ওয়াজিব।
১০। খুৎবা শোনা। এই ঈদের খুৎবা মনোযোগ সহকারে শুনতে হবে।
১১। শুভেচ্ছা বিনিময় ( এই করোনা পরিস্থিতিতে সামাজিক ও
শারীরিক দুরত্ব বজায় রাখতে হবে)।
নোটঃ এই ঈদ রোজাদারদের জন্য
বেশী আনন্দায়ক। তবে যারা এক মাস ব্যপি কোন কারণ ছাড়া রোজা করে নাই, তাদের জন্য এই ঈদ
নয়। এই করোনা পরিস্থিতি চলাকালীন সময়ে কেউ যদি ঈদ গাহে না যায় তবে তাকে বাড়িতে ঈদের
সালাত আদায় অবশ্যই আদায় করতে হবে।
إرسال تعليق
If you have any information to know ? Please comment.