When a man gives birth to a child, he teaches everything. About
80% of any child develops talent by the age of 3. The baby begins to learn from
the womb. So every person or parent will benefit a lot if they try to comply
with the following and his children will also try to comply. Because the family
education that the child is given or receives in childhood is not given or
given in any other university. So we will do our best to give time and social
education to our children and family.
Obligatory for all
01. It is not right to rely on 3 things.
1. River bank house.
2. Car without brakes.
3. Women without
houses.
02. Three things do not come more than once
1. Parents.
2. Beauty.
3. Youth.
03. Three things can never be brought back
1. Gunshot.
2. Talk.
3. Soul.
04. Three things come in handy after death:
1. Good child.
2. Good job.
3. Faith.
05. Three things ruin people's dignity:
1. Theft.
2. Dishonesty
3. Gossip
06. Three things to never increase
1. Violence.
2. Lack.
3. Doubt.
07. There are three things to keep in mind:
1. Advice.
2. Benefits.
3. Death.
08. There are three things to keep in mind.
1. Anger.
2. Tongue.
3. Mind.
09. Practice three things:
1. Honesty.
2. Devotion.
3. Love.
10. There are three things to stay away from.
1. Torture.
2. Pride.
3. Curse.
11. Think and use three things:
1. Pen.
2. Talk.
3. Step.
12. Keep yourself away from three things:
1. Wine.
2. Lies.
3. Girl (prostitute).
13. There are three things everyone should do:
1. Children's
affection.
2. Respect for adults.
3. Services for the
elderly.
14. Relationships survive on three things:
1. Abandonment.
2. Love.
3. Faith.
15. Success depends on three things:
1. Truth.
2. Devotion.
3. Effort.
Note: Please finish reading this valuable post, try to follow
it. Doing so will benefit yourself and others. Following these words will
change the way of life. You will become everyone's favorite pot. Which will act
as a helper in all aspects of life.
#quotes #obligatory
#fakhrulalam #lifeissimplebd #love #faith #effort #lies #parent’s #beauty #youth #child #pen #honesty #devotion #blogger #lifetips
মানুষ যখন শিশু সন্তান জন্ম দেয়, তখন থেকে সে সবকিছু
শিক্ষতে থাকে। যে কোন শিশুর মেধার বিকাশ হয় শিশুর ৩ বয়সের মধ্যে প্রায় ৮০% । শিশু গর্ভে
থাকা অবস্থা থেকে শিক্ষতে শুরু করে। তাই প্রতিটি মানুষ বা পিতা-মাতা নিচের কথা গুলো
মেনে চলার চেষ্টা করলে অনেক লাভবান হবে এবং তার সন্তানরাও মেনে চলার চেষ্টা করবে। কারণ
শিশু কালে সন্তান যে পারিবারিক শিক্ষা দেয়া হয় বা পায় তা আর কোন বিশ্ববিদ্যালয়ে পায়
না বা দেওয়া হয় না। তাই আমরা যথাসাধ্য চেষ্টা করবো নিজের সন্তান এবং পরিবারকে সময় দেওয়া
ও সামাজিকতার শিক্ষা দেয়া।
সবার জন্য পালনীয়ঃ
১। তিনটি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়ঃ
১। নদীর পাড়ের বাড়ি।
২। ব্রেক ছাড়া গাড়ি।
৩। ঘর ছাড়া নারী।
২। তিনটি জিনিস একবারের বেশী আসে নাঃ
১। মাতা-পিতা।
২। সৌন্দর্য্য।
৩। যৌবন।
৩। তিনটি জিনিস কখনো ফিরিয়ে আনা যায় নাঃ
১। বন্দুকের গুলি।
২। কথা।
৩। রূহ।
৪। তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসেঃ
১। সু-সন্তান।
২। ভাল কাজ।
৩। ইমান।
৫। তিনটি জিনিস মানুষের সম্মান নষ্ট করে দেয়ঃ
১। চুরি।
২। বেয়মানী
৩। গিবত করা।
৬। তিনটি জিনিস কখনো বৃদ্ধি করতে নয়ঃ
১। হিংসা।
২। অভাব।
৩। সন্দেহ।
৭। তিনটি জিনিসকে সর্বদা মনে রাখতে হয়ঃ
১। উপদেশ।
২। উপকার।
৩। মৃত্যু।
৮। তিনটি জিনিস কে নিজের আয়ত্বে রাখতে হয়ঃ
১। রাগ।
২। জিহবা।
৩। মন।
৯। তিনটি জিনিস অভ্যাস করঃ
১। সততা।
২। ভক্তি।
৩। ভালোবাসা।
১০। তিনটি জিনিস থেকে দূরে থাকতে হয়ঃ
১। অত্যাচার।
২। অহংকার।
৩। অভিশাপ।
১১। তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করঃ
১। কলম।
২। কথা।
৩। ধাপ/কদম।
১২। তিনটি জিনিস থেকে নিজেকে দুরে রাখুনঃ
১।
মদ।
২।
মিথ্যা কথা।
৩।
মেয়ে (পতিতা)।
১৩। তিনটি জিনিস সবার করণীয়ঃ
১। ছোটদের স্নেহ।
২। বড়দের সম্মান।
৩। বৃদ্ধদের সেবা।
১৪। তিনটি জিনিসের উপর সম্পর্ক
টিকে থাকেঃ
১।
ত্যাগ।
২।
ভালোবাসা।
৩।
বিশ্বাস।
১৫। তিনটি জিনিসের উপর সফলতা নির্ভর করেঃ
১। সত্যতা।
২। নিষ্ঠা।
৩। প্রচেষ্ঠা।
নোটঃ দয়া করে মূল্যবান পোষ্টটা পড়া শেষ হলে, তা পালন করার চেষ্টা করবেন। এতে করে নিজের
উপকার হবে এবং অন্যেরও কাজে আসবে। এই কথাগুলো পালন করলে জীবনযাপনের ধারা পরিবর্তন
হয়ে যাবে। আপনি সকলে কাছে প্রিয় পাত্র হয়ে উঠবেন। যা জীবনের সকল ক্ষেত্রে সহায়ক
হিসেবে দায়িত্ব পালন করবে।
إرسال تعليق
If you have any information to know ? Please comment.