Covid19 Virus in Bangladesh
Death of a Prisoner


A prisoner has died in Sylhet Central Jail after contracting the Covid19 virus. The prisoner arrested in the murder case has been in jail for the last two months. Covid19 has so far killed 239 people in the country, but this is the first time no prisoners have died.


Relevant sources said that he died on 10/05/2020 while undergoing treatment at Covid19 Isolation Center of Sylhet Shaheed Shamsuddin Hospital. On 11/05/2020, after testing the sample in the PCR lab of Sylhet MAG Osmani Medical College, his report came positive.


The ward of the prison where he was held on the night of 11/05/2020 has been locked down after the death of the dead prisoner Covid19 was identified. Attempts are being made to identify those who came in contact with the prisoner.


Sylhet Divisional Health Department Assistant Director. Anisur Rahman has confirmed this information.


According to the Sylhet Central Jail, the prisoner's house is in Kanaighat upazila of Sylhet. He was arrested in a murder case on 05/03/2020 and sent to jail.


When he fell ill on 08/05/2020, the jail authorities admitted him to Sylhet MAG Osmani Medical College Hospital. However, the Osmani Hospital authorities sent him to the Corona Isolation Center of Shaheed Shamsuddin Ahmed Hospital as he had corona symptoms on his body.


On 09/05/2020, his sample was collected and sent to the PCR lab of Sylhet MAG Osmani Medical College. He died at the hospital on 10/05/2020. And his report came positive in the sample test on Monday. The first Kovid 19 was identified in Sylhet department on 05/04/2020. Assistant Professor of Osmani Medical College Hospital Dr. Moin Uddin in Sir's body. He died on 15/04/2020 in Dhaka while undergoing treatment.


On 11/05/2020, 17 more people were newly infected with coronavirus in Sylhet division. With this, the total number of patients affected by corona in the department stood at 296 people.


6 people died in Sylhet division. Of these, 3 are in Sylhet district, 1 in Habiganj and 2 in Moulvibazar district. However, no one has died in Sunamganj so far.


In Sylhet division, a total of 36 people have recovered from corona and returned home. Of these, 12 have recovered in Sylhet district, 14 in Sunamganj and 11 in Habiganj. However, no one has recovered in Moulvibazar yet.



The man who died of Kovid 19 virus was lodged in Sylhet Central Jail in a murder case. His village home is in Kanaighat upazila.


Note:

No matter how much the government lifts the restrictions,

You adhere to them strictly.

Remember,

You are just a number to the government,

But to loved ones, you are the whole world!


#Covid19 #Virus #Bangladesh #FakhrulAlam #BD #Corona #LifeisSimplebd #Death #Sylhet #CentralJail #MurderCas



কোভিড১৯ ভাইরাসে বাংলাদেশে
কারাবন্দির মৃত্যু


কোভিড১৯ ভাইরাস আক্রান্ত হয়ে সিলেট কেন্দ্রীয় কারাগারে এক বন্দির মৃত্যু হয়েছে। হত্যা মামলায় গ্রেফতার ওই বন্দি গত দুই মাস ধরে কারাগারে আছেন। কোভিড১৯ এ দেশে এখন পর্যন্ত ২৩৯ জনের মৃত্যু হয়েছে তবে কোন কারাবন্দির মৃত্যু হয় নাই এটাই প্রথম।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ১০/০৫/২০২০ ইং তারিখে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের কোভিড১৯ আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ১১/০৫/২০২০ ইং তারিখে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তার রিপোর্ট পজিটিভ আসে।


মৃত কারাবন্দির কোভিড১৯ শনাক্ত হওয়ার পর ১১/০৫/২০২০ ইং তারিখ রাতেই ওই বন্দি কারাগারের যে ওয়ার্ডে তিনি ছিলেন, সেটি লকডাউন করা হয়েছে। কারাগারে ওই বন্দির সংস্পর্শে কারা এসেছিলেন তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।


সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।


সিলেট কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, ওই বন্দির বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। গত ০৫/০৩/২০২০ ইং তারিখে একটি খুনের মামলায় তাকে আটক করে কারাগারে পাঠানো হয়।


গত ০৮/০৫/২০২০ ইং তারিখে তিনি অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে তার শরীরে করোনার উপসর্গ থাকায় ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে প্রেরণ করেন।


০৯/০৫/২০২০ ইং তারিখে তার নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। ১০/০৫/২০২০ ইং তারিখে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আর সোমবার নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। সিলেট বিভাগে প্রথম কোভিড১৯ সনাক্ত হয় গত ০৫/০৪/২০২০ ইং তারিখে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন স্যারের শরীরে। গত ১৫ এপ্রিল ২০২০ তারিখে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


১১/০৫/২০২০ ইং তারিখে নতুন করে আরও ১৭ জন সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল মোট ২৯৭ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৮৬, সুনামগঞ্জে ৬১, হবিগঞ্জে ১০৬ জন এবং মৌলভীবাজারে ৪৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।


সিলেট বিভাগে মারা গেছেন ৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩ জন, হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজার জেলায় ৩ জন। তবে সুনামগঞ্জে এ পর্যন্ত করোনায় কারও মৃত্যু হয়নি।


সিলেট বিভাগে মোট ৩৭ জন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ১২ জন, সুনামগঞ্জে ১৪ জন, হবিগঞ্জের ১১ জন সুস্থ হয়েছেন। তবে মৌলভীবাজারে এখনও কেউ সুস্থ হননি।


কোভিড১৯ ভাইরাসে মারা যাওয়া ব্যক্তি একটি হত্যা মামলায় সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। তার গ্রামের বাড়ি কানাইঘাট উপজেলায়।

নোটঃ

সরকার যতই বিধিনিষেধ তুলে দিক,

আপনি কঠোর ভাবে সেগুলো মেনে চলুন।

মনে রাখবেন,

আপনি সরকারের কাছে শুধুই একটি সংখ্যা,

কিন্তু প্রিয়জনদের কাছে আপনিই পুরো পৃথিবী !

Post a Comment

If you have any information to know ? Please comment.

أحدث أقدم