Mashrafe Bin Murtaza's
Bracelet Corona Warrior



A country can be loved in many ways. One of the mediums is sports. The cricket arena of Bangladesh is successful in sports and has shown the country a little more to the world. The most popular and successful captain in the history of Bangladesh cricket is Masrafi bin Murtaza. Through his play, a unique love of country and sense of responsibility towards the country has emerged.


Masrafi bin Murtaza is an honest and successful man. For this, the country's leader Sheikh Hasina handed over the nomination papers for the post of Member of Parliament and became a Member of Parliament in December 2019 after being elected by direct popular vote.


Current situation Corona war is going on in Bangladesh. In this war, even if he keeps himself confined within four walls, his wanderings are everywhere and it is possible because of his love for the country and sense of responsibility towards the people. So former Bangladesh captain Mashrafe bin Murtaza has decided to auction off his favorite bracelet, which he has used in international cricket for 16 years. Eventually, his memorable bracelet sold for Rs 42 lakh.


In the end the bracelet sold out at an incredible price. Mominul Islam, chairman of Bangladesh Leasing and Finance Company Association (BLFCA), an association of financial institutions in Bangladesh, bought the bracelet for 42 lakh Taka. The organizers started Facebook live session with Mashrafe around 11:45 pm Bangladesh time. Since then, prices have been increased only. 

The money from the sale of Mashrafe’s bracelet will be used to help people infected with the coronavirus and those in crisis. Earlier, Bangladesh star all-rounder Shakib Al Hasan sold one of his bats for Rs 20 lakh at an auction to deal with coronavirus. 

Mushfiqur Rahim has sold his first double century bat in the Tests at auction for Rs 17 lakh. Besides, a few more stars of Bangladesh’s sports world have sold their favorite souvenirs at auction.


Note: You can love the country through play. A unique example of this is Mashrafe bin Murtaza. Trikatas like him are born in very few countries. The cricket ground of Bangladesh will write his words in golden letters. He had a very good understanding of cricket with his players. And I think the real theory behind his being a successful captain.


#auctionforaction #mashrafebinmurtaza #shakibalhasn #bracelet #captainbd #cricket #fakhrulalam #lifeissimplebd #bangladesh #mashrafe #shakib #mushfiq #corona #covid19 #donation #blogger


মাশরাফি বিন মুর্তজার ব্রেসলেট
করোনা যুদ্ধের যোদ্ধা


একটি দেশকে ভালোবাসা যায় বিভিন্ন দিক থেকে। তার মধ্যে একটি মাধ্যম হলো খেলাধুলার। খেলাধুলার মধ্যে সফল এবং দেশকে বিশ্বের কাছে আরও একটু তুলে ধরেছে এই বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় এবং সফল অধিনায়ক মাসরাফি বিন মুর্তাজা। তার খেলার মাধ্যমে ফুটে উঠেছে এক অনন্য দেশ প্রেম ও দেশের প্রতি দায়িত্ববোধ।


মাসরাফি বিন মুর্তজা একজন সৎ ও সফল ব্যক্তিত্য সম্পন্ন মানুষ। এই জন্য দেশ নেত্রী শেখ হাসিনা তার হাতে সংসদের সদস্য পদের মনোনয়ন পত্র তুলে দিয়েছেন এবং প্রত্যক্ষ জনগনের ভোটে নির্বাচিত হয়ে সংসদের সদস্য হয়েছেন ২০১৯ সালের ডিসেম্বর মাসে।


বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে করোনা যুদ্ধ চলছে। এই যুদ্ধে নিজেকে চার দেয়ালের মাঝে আবদ্ধ করে রাখলেও তার বিচরন সবখানে এবং তা সম্বভ হচ্ছে দেশের প্রতি ভালোবাসা ও জনগনের প্রতি দায়িত্ববোধ। তাই বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তার প্রিয় ব্রেসলেটটি নিলামে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যা তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ বছর ধরে ব্যবহার করেছিলেন। অবশেষে, তাঁর স্মরণীয় ব্রেসলেট ৪২ লক্ষ টাকায় বিক্রি হয়েছে।


শেষ পর্যন্ত ব্রেসলেটটি অবিশ্বাস্য দামে বিক্রি হয়েছিল। বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানের সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফিনান্স কোম্পানী অ্যাসোসিয়েশনের (বিএলএফসিএ) চেয়ারম্যান মমিনুল ইসলাম ৪২ লাখ টাকায় এই ব্রেসলেটটি কিনেছিলেন। আয়োজকরা বাংলাদেশ সময় রাত ১১ টা ৪৫ মিনিটে মাশরাফির সাথে ফেসবুক লাইভ সেশন শুরু করেন। তার পর থেকে, দামগুলি কেবল বাড়ানো হয়েছে।


মাশরাফির ব্রেসলেট বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ করোনভাইরাস এবং সংকটে আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করতে ব্যবহৃত হবে। এর আগে, করোনাভাইরাস মোকাবেলায় নিলামে বাংলাদেশ তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান তার একটি ব্যাট ২০ লক্ষ টাকায় বিক্রি করেছিলেন।


মুশফিকুর রহিম টেস্টে নিজের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে ১৭ লাখ টাকায় বিক্রি করেছেন। এছাড়াও বাংলাদেশের ক্রীড়া জগতের আরও কয়েকটি তারকা নিলামে তাদের প্রিয় স্মৃতিচিহ্নগুলি বিক্রি করেছেন।


মাশরাফি ব্রেসলেট নিলামের কথা বিবেচনা করে, মাশরাফি তার ব্রেসলেট বিক্রি করছেন, মাশরাফি বিন মুর্তজা লাইভ কল, তামিম ইকবাল এবং মাশরাফি বিন মুর্তজা লাইভ চ্যাট, অনলাইন নিউজ লাইভ, নিলাম লাইভ, মাশরাফি বিন মুর্তজার সিলভার ব্রেসলেট নিলাম, নড়াইল কাঁথো, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন, নিলাম , অ্যাকশন লাইভের জন্য নিলাম, অ্যাকশন মাশরাফির জন্য নিলাম, অ্যাকশন শাকিব আল হাসানের নিলাম


নোটঃ খেলার মধ্য দিয়ে যে, দেশকে ভালোবাসা যায়। তার একটি অনন্য দৃষ্টন্ত্য হলো মাশরাফি বিন মুর্তজা। তার মতো এমন ত্রিকেটার খুব কম দেশেই জন্ম নেয়। বাংলাদেশের ক্রিকেট অঙ্গন তার কথা স্বর্নাক্ষরে লিখে রাখবে। ক্রিকেট অঙ্গে তার খেলুয়ারদের সাথে বোঝাপাড়া খুব বেশী ভালো ছিল। আর আমার মনে হয় তার সফল অধিনায়ক হওয়ার পেছনে আসল ত্বত্ত।

Post a Comment

If you have any information to know ? Please comment.

أحدث أقدم