Fennel Flower and oil


Fennel Flower is a medium-sized seasonal tree, once a flower and fruit. The scientific name of Nigella Sativa Linn.

The wife of Kalojira, the male, is of two types of flowers, the colors are usually bluefish white (especially yellow), with five petals. There is an extra part on the border. Three-angled black seeds are grown. There are rounded fruits and each result with 20-20 seeds.

Kalojira has been used in ancient times for Ayurvedic, Greek, Kobirze and folk medicine. Widely used as a spice, it is an ingredient in five boils. Oil is available from seeds.

Black oil and black oil are very well known names. The amazing power that the Creator has put forth in small black grains is truly astonishing. From time immemorial, blacks have been used as an antidote to and prevent many diseases of the human body.


One of the ingredients of kalozira:

Among the ingredients of kalozira are nigelon, thymokinone and standing oil. It also contains a variety of ingredients, including essential fatty acids. Besides, kalozira oil contains linoleic acid, oleic acid, calcium, tassium, iron, zinc, magnesium, selenium, vitamin A, vitamin B, vitamin B2, niacin and vitamin C. In addition to phosphate, iron, phosphorus, carbohydrate, various components of antibacterial destruction. It contains anti-cancer carotene and strong hormone, various anti-urinary tract elements, digestive enzymes and antibacterial ingredients and anti-American.


Chemical ingredients that exist in the Kalojira:

Linoleic, oleic, stearic, linolenic, acid, protein, nizalone, glutamic acid. Also available are Nijelin, Potassium, Phosphorus, Calcium, Sodium, Magnesium, Manganese, Copper, Iron, and Zinc.


Let's find out what are the benefits of blackberry and kaljira oil:

Headache: Massage the kalozira oil 3-4 times daily on both the cheeks and the surrounding area of ​​the head on the forehead. Drink a teaspoon of oil on an empty stomach for three days and get the benefits.


Sexual impairment: 
Mix black gram powder and olive oil, 5 grams henchlor juice and 20 grams pure honey together and eat one spoon after meal in the morning. This will increase the secret power.

Hair: All the scalp is well rubbed with lemon. After 5 minutes wash with shampoo and wipe the head thoroughly. After that thoroughly dry the hair of the head, massage the kalozira oil over the entire skull. It will reduce hair loss in a week.

Cuffs and asthma: Massage kalozira oil on chest and back. In this case, it can also be mixed with other massages beneficial to asthma.

Enhances memory and improves asthma: Eat with a little black pepper in a spoonful of honey. It increases memory. Asthma's problem is improved by playing for 3 days in combination with black water in warm water.

Diabetes: A mixture of crushed and pomegranate powder of kalozira and kalozira oil is useful in diabetes.

Fat and heart disease: Mixing regular blackberries with tea or mixing it with oil will help reduce the risk of heart disease, just as it does.

Acidity and Gastric: One cup of milk and one tablespoon of kalozira oil should be consumed three to three times daily. It will reduce the gastric.

Problems with the eyes: Before going to bed at night, massage the kalizira oil on both the eyes and eyebrows. Soak a black carrot oil with a cup of carrot juice.

High Blood Pressure: Whenever you drink hot drinks or tea, eat blackberries. When eating hot food or rice, eat blood in the kalozira blood pressure will be normal. In addition, mix blackberry, name and garlic oil together and use it on the head. This can be done 2-5 days in a row.

Fever: In the morning and evening drink one tablespoon of black juice with lemon juice. And take kalozira's recipe.

Gynecology: Kalojira eat honey and honey 3 times daily to protect the delivery and fetus.

Beauty enhancement: Olive oil and black oil mixed with oil and wash with soap after one hour.

Arthritis: Massage the kalozira oil on the back and other back pain. Apart from this, the health of the Kalojira is good in the morning with honey.

Tighten teeth: Use a mixture of yogurt and kalozira twice daily. It will stop feeling and bleeding in the teeth.

Weight loss: For those who want to lose weight, a mixture of warm water, honey and lemon juice becomes important in their diet list. Now sprinkle some black pepper powder into this mixture. You will get great benefits by drinking.
 
To cure psoriasis:

One teaspoon of butter and equal oil sesame oil, one teaspoon of kalozira oil should be eaten daily on an empty stomach for 3-5 weeks.

Various types of dermatitis:

Where the skin disease is thoroughly washed and cleaned at the affected area, it is necessary to massage the kalozira oil. One teaspoon of raw turmeric juice with equal amount of kalozira oil, equal amount of honey or one cup of tea should also be eaten 3 times daily.

Note: Prophet Muhammad (SM) said, "You will use blackjack, because it contains the release of all diseases except death." [Sahih Bukhari: 1/21]


#fakhrulalam #fennelflower #oil #fennelfloweroil #bangladesh #bd #medicine #medicineharb #harb #harbandoil #massageoil #massage



কালোজিরা এবং কালোজিরা তেল


কালোজিরা (ইংরেজিঃ Fennel Flower) একটি মাঝারি আকৃতির মৌসুমী গাছ, একবার ফুল ফল হয়। এর বৈজ্ঞানিক নাম Nigella Sativa Linn.


কালোজিরার স্ত্রী, পুরুষ দুই ধরণের ফুল হয়, রং সাধারণত হয় নীলচে সাদা (জাত বিশেষে হলুদাভ), পাঁচটি পাঁপড়ি বিশিষ্ট। কিনারায় একটা বাড়তি অংশ থাকে। তিন-কোনা আকৃতির কালো রং এর বীজ হয়। গোলাকার ফল হয় এবং প্রতিটি ফলে ২০-২৫ টি বীজ থাকে।


কালোজিরা প্রাচীন কাল থেকে আয়ুর্বেদীয়, ইউনানী, কবিরাজী লোকজ চিকিৎসায় ব্যবহার হয়। মশলা হিসাবে ব্যাপক ব্যবহার হয়ে থাকে, এটি পাঁচ ফোড়নের একটি উপাদান। বীজ থেকে পাওয়া যায় তেল।


কালোজিরা এবং কালোজিরার তেল খুব পরিচিত নাম। ছোট ছোট কালো দানাগুলোর মধ্যে সৃষ্টিকর্তা যে কী বিশাল ক্ষমতা নিহিত রেখেছেন তা সত্যি বিস্ময়কর। প্রাচীনকাল থেকে কালোজিরা মানবদেহের নানা রোগের প্রতিষেধক এবং প্রতিরোধক হিসেবে ব্যবহার হয়ে আসছে।



কালিজিরার অন্যতম উপাদানঃ

কালিজিরার অন্যতম উপাদানের মধ্যে আছে নাইজেলোন, থাইমোকিনোন স্থায়ী তেল (oil) এতে আরও আছে আমিষ, শর্করাও প্রয়োজনীয় ফ্যাটি এসিডসহ নানা উপাদান। পাশাপাশি কালিজিরার তেলে (oil) আছে লিনোলিক এসিড, অলিক এসিড, ক্যালসিয়াম, টাশিয়াম, আয়রন, জিংক, ম্যাগনেশিয়াম, সেলেনিয়াম, ভিটামিন-, ভিটামিন-বি, ভিটামিন-বি২, নিয়াসিন ভিটামিন-সি। এর মধ্যে রয়েছে ফসফেট, লৌহ, ফসফরাস, কার্বোহাইড্রেট ছাড়াও জীবাণু নাশক বিভিন্ন উপাদানসমূহ। এতে রয়েছে ক্যন্সার প্রতিরোধক কেরোটিন শক্তিশালী হর্মোন, প্রস্রাব সংক্রান্ত বিভিন্ন রোগ প্রতিরোধকারী উপাদান, পাচক এনজাইম অম্লনাশক উপাদান এবং অম্লরোগের প্রতিষেধক।


কালোজিরায় যে রাসায়নিক উপাদানগুলো বিদ্যমানঃ

লিনোলিক, অলিক, স্টিয়ারিক, লিনোলিনিক,এসিড, প্রোটিন, নিজেলোন, গ্লুটামিক এসিড। এছাড়াও রয়েছে নিজেলিন, পটাসিয়াম, ফসফরাস, কেলসিয়াম,সোডিয়াম,মেগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, আয়রন,জিংক।


আসুন জেনে নিই কালোজিরা এবং কালোজিরার তেল কি কি উপকারিতা রয়েছেঃ-

মাথাব্যথাঃ মাথাব্যথায় কপালে উভয় চিবুকে কানের পার্শ্ববর্তী স্থানে দৈনিক - বার কালোজিরার তেল মালিশ করুণ। তিন দিন খালি পেটে চা চামচে এক চামচ করে তেল পান করুন উপকার পাবেন।


যৌন দুর্বলতাঃ কালোজিরা চুর্ণ অলিভ অয়েল, ৫০ গ্রাম হেলেঞ্চার রস ২০০ গ্রাম খাঁটি মধু একসঙ্গে মিশিয়ে সকালে খাবারের পর এক চামুচ করে খান। এতে গোপন শক্তি বৃদ্ধি পাবে।


চুলপড়াঃ লেবু দিয়ে সব মাথার খুলি ভালোভাবে ঘষুণ। ১৫ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন ভালোভাবে মাথা মুছে ফেলুন। তার পর মাথার চুল ভালোভাবে শুকানোর পর সম্পূর্ণ মাথার খুলিতে কালোজিরার তেল মালিশ করুন। এতে এক সপ্তাহেই চুলপড়া কমে যাবে।


কফ হাঁপানিঃ বুকে পিঠে কালোজিরার তেল মালিশ করুন। ক্ষেত্রে হাঁপানিতে উপকারী অন্যান্য মালিশের সঙ্গে এটি মিশিয়েও নেয়া যেতে পারে।


স্মৃতিশক্তি বাড়ে অ্যাজমায় উন্নতি ঘটেঃ এক চামচ মধুতে একটু কালোজিরা দিয়ে খেয়ে ফেলুন। এতে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। হালকা উষ্ণ পানিতে কালোজিরা মিলিয়ে ৪৫ দিনের মতো খেলে অ্যাজমার সমস্যার উন্নতি ঘটে।


ডায়াবেটিসঃ কালোজিরার চূর্ণ ডালিমের খোসা চূর্ণ মিশ্রণ এবং কালোজিরার তেল ডায়াবেটিসে উপকারী।


মেদ হৃদরোগঃ চায়ের সঙ্গে নিয়মিত কালোজিরা মিশিয়ে অথবা এর তেল মিশিয়ে পান করলে হৃদরোগে যেমন উপকার হয়, তেমনি মেদ কমে যায়।


অ্যাসিডিটি গ্যাস্টিকঃ এক কাপ দুধ এক টেবিল চামুচ কালোজিরার তেল দৈনিক তিনবার - দিন সেবন করতে হবে। এতে গ্যাস্টিক কমে যাবে।


চোখে সমস্যাঃ রাতে ঘুমানোর আগে চোখের উভয়পাশে ভুরুতে কালোজিরার তেল মালিশ করুণ। এক কাপ গাজরের রসের সঙ্গে এক মাস কালোজিরা তেল সেবন করুন।


উচ্চ রক্তচাপঃ যখনই গরম পানীয় বা চা পান করবেন, তখনই কালোজিরা খাবেন। গরম খাদ্য বা ভাত খাওয়ার সময় কালোজিরার ভর্তা খান রক্তচাপ স্বাভাবিক থাকবে। ছাড়া কালোজিরা, নিম রসুনের তেল একসঙ্গে মিশিয়ে মাথায় ব্যবহার করুণ। এটি - দিন পরপর করা যায়।


জ্বরঃ সকাল-সন্ধ্যায় লেবুর রসের সঙ্গে এক টেবিল চামুচ কালোজিরা তেল পান করুণ। আর কালোজিরার নস্যি গ্রহণ করুন।


স্ত্রী-রোগঃ প্রসব ভ্রুণ সংরক্ষণে কালোজিরা মৌরী মধু দৈনিক বার খান।


সৌন্দর্য বৃদ্ধিঃ অলিভ অয়েল কালোজিরা তেল মিশিয়ে মুখে মেখে এক ঘণ্টা পর সাবান দিয়ে ধুয়ে ফেলন।


বাতঃ পিঠে অন্যান্য বাতের বেদনায় কালোজিরার তেল মালিশ করুন। ছাড়া মধুসহ প্রতিদিন সকালে কালোজিরা সেবনে স্বাস্থ্য ভালো থাকে।


দাঁত শক্ত করেঃ দই কালোজিরার মিশ্রণ প্রতিদিন দুবার দাঁতে ব্যবহার করুন। এতে দাঁতে শিরশিরে অনুভূতি রক্তপাত বন্ধ হবে।



ওজন কমায়ঃ যারা ওজন কমাতে চান, তাদের খাদ্য তালিকায় উষ্ণ পানি, মধু ও লেবুর রসের মিশ্রণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এখন এই মিশ্রণে কিছু কালোজিরা পাউডার ছিটিয়ে দিন। পান করে দারুণ উপকার পাবেন।




অর্শ রোগ নিরাময়েঃ
 
এক চা-চামচ মাখন সমপরিমাণ তেল তিলের তেল, এক চা - চামচ কালোজিরার তেলসহ প্রতিদিন খালি পেটে / সপ্তাহ খেতে হবে।


বিভিন্ন প্রকার চর্মরোগ সারাতেঃ

যেখানে চর্ম রোগ সেই আক্রান্ত স্থানে ভাল করে ধুয়ে পরিষ্কার করে তাতে কালোজিরার তেল মালিশ করতে হবে। এক চা চামচ কাঁচা হলুদের রসের সাথে সমপরিমাণ কালোজিরার তেল, সমপরিমান মধু বা এক কাপ রং চায়ের সাথে দৈনিক ৩বার খেতেও হবে এটা / সপ্তাহ খেতে হবে।


নোটঃ বিশ্বনবী হজরত মুহাম্মাদ (সাঃ) বলেছেন, ‘‘ তোমরা কালোজিরা ব্যবহার করবে, কেননা এতে একমাত্র মৃত্যৃ ব্যতীত সর্বরোগের মুক্তি এতে রয়েছে      [ সহীহ বুখারীঃ ১০/১২১]
 



Post a Comment

If you have any information to know ? Please comment.

Previous Post Next Post