For Coronavirus

Those are Closed in Bangladesh.

 
Educational institutions:
Closed from March 17 to April 09-04-2020.

HSC and equivalent examination:
Has been suspended. The next schedule of the exam will be reported early next April.

International flights:
The airstrike with all countries except England, China, Hong Kong and Thailand on March 21 from 12pm is closed till March 31-03-2020.

Internal flight:
Closed indefinitely from 12pm on March 24-03-2020.

Gas-electricity bill:
From February to May, these four-month gas bills are ordered to be submitted next June. No delay fee is required for this.

Market-Deals-Market:
Closed from March 25 to April 04-04-2020. However, there will be open shops, including supermarkets, medicines, grocery stores, raw materials.

Office-court:
Public holidays from March 26 to April 04-04-2020.

Train:
All passenger trains will be closed from March 24 to April 04-04-2020.

Mass Transportation:
Public transport is stopped from March 26 to April 04-04-2020.

Shipping:
Indefinite halt

Note: The army has been deployed to control the situation from the date of 24-03-2020. The government of Bangladesh can take any decision at any time.


#coronavirus #coronavirusinbangladesh #coronavirusnews #coronavirusoutbreak #coronavirusupdatebd #Bangladeshnews


করোনাভাইরাস জন্য

যেগুলো বন্ধ থাকছে বাংলাদেশে ।


শিক্ষা প্রতিষ্ঠানঃ
১৭ মার্চ থেকে আগামী ৯-০৩-২০২০ ইং তারিখ পর্যন্ত এপ্রিল পর্যন্ত বন্ধ।

এইচএসসি ও সমমানের পরীক্ষাঃ
স্থগিত করা হয়েছে, আগামী এপ্রিল মাসের শুরুর দিকে এই পরীক্ষার পরবর্তী সময়সূচি জানানো হবে।

আন্তর্জাতিক ফ্লাইটঃ
২১ মার্চ দিবাগত রাত ১২টা থেকে ইংল্যান্ড, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে বিমান চলাচল ৩১ মার্চ পর্যন্ত বন্ধ।

অভ্যন্তরীণ ফ্লাইটঃ
২৪ মার্চ রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ।

গ্যাস-বিদ্যুৎ বিলঃ
ফেব্রুয়ারি থেকে মে, এই চার মাসের গ্যাসের বিল আগামী জুন মাসে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য কোনো বিলম্ব মাশুল দিতে হবে না।


বিপণী-বিতান-মার্কেটঃ
২৫ মার্চ থেকে এপ্রিল ২০২০ ইং পর্যন্ত বন্ধ। তবে সুপারশপ, ওষুধ, মুদি দোকান, কাঁচাবাজারসহ নিত্যপণ্যের দোকানপাট খোলা থাকবে।

অফিস-আদালতঃ
২৬ মার্চ থেকে আগামী এপ্রিল ২০২০ ইং পর্যন্ত সরকারি ছুটি।

ট্রেনঃ
২৪ মার্চ থেকে এপ্রিল ২০২০ ইং পর্যন্ত সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে।

গণ-পরিবহনঃ
২৬ মার্চ থেকে আগামী এপ্রিল ২০২০ ইং পর্যন্ত সারা দেশের গণ-পরিবহন বন্ধ।

নৌ-পরিবহনঃ
অনির্দিষ্টকালের জন্য নৌযান চলাচল বন্ধ।

নোটঃ ২৪-০৩-২০ ইং তারিখ হতে পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য সেনাবাহিনী নামানো হয়েছে। বাংলাদেশ সরকার যে কোন সময় যে কোন সিদ্ধান্ত নিতে পারে।


Post a Comment

If you have any information to know ? Please comment.

Previous Post Next Post